কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ- গাজীপুরের কাপাসিয়া উপজেলার বিভিন্ন স্থানে বিএনপির উদ্যোগে মহিলাদের অংশগ্রহণে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ১৬ আগস্ট শনিবার দিনব্যাপী উপজেলা সদরের মধ্যপাড়া, বরুন এবং ঘাগটিয়ার কামারগাঁও গ্রামে এ বৈঠক অনুষ্ঠিত হয় ।
উপজেলা সদর ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর মাহমুদের সভাপতিত্বে মধ্যপাড়ায় বিকালে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান।
বিএনপি নেতা জহিরুল ইসলাম ফকিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ফ ম এমদাদুল হোসেন, উপজেলা মহিলা দলের সভাপতি শাহনাজ পারভীন শিখা প্রমুখ। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিআরডিবি চেয়ারম্যান মোঃ সেলিম হোসেন আরজু, সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আজগর হোসেন খান, কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, ওয়ার্ড সাধারণ সম্পাদক মোঃ সোলাইমান, বিএনপি নেতা অ্যাডভোকেট আজিজুল রহমান বাবুল, সেলিম হোসেন বকুল, আবুল হোসেন প্রধান, সদর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মহিবুর রহমান, যুগ্ম আহ্বায়ক নূরুজ্জামান প্রমুখ। এর আগে সকালে ঘাগটিয়া ইউনিয়নের কামারগাঁও গ্রামের আয়োজিত মহিলাদের উঠান বৈঠকে উপস্থিত ছিলেন স্থানীয় সভাপতি বজলুল রশিদ নয়ন, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মাঝি সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বিভিন্ন স্থানে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথি শাহ রিয়াজুল হান্নান বলেন, আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসলে তাদের অগ্রযাত্রায় সার্বিক সহযোগিতা করা হবে। সমাজে পিছিয়ে পরা মহিলাদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। তারা যাতে আত্মমর্যাদা রক্ষা করে চলতে পারে, সে ব্যবস্থা নেয়া হবে। মাদকের কড়াল গ্রাসে যুবসমাজ আজ ধ্বংসের পথে। তাদের রক্ষায় কার্যকর ভূমিকা রাখতে হবে। সমাজ থেকে অন্যায় অত্যাচার নির্যাতন ও সকল অপকর্ম দূর করা হবে। প্রয়াত নেতা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আসম হান্নান শাহ্’র রেখে যাওয়া কাপাসিয়ার সার্বিক উন্নয়ন পরিকল্পনা আগামী দিনে বাস্তবায়ন করা হবে। স্বাধীনতা সংগ্রামে যারা বিরোধিতা করেছে, তারা আজ সমাজপতি হতে চায়। নানা বাহানায় তারা মহিলাদের লোভ দেখিয়ে ভোট চাচ্ছে। তাদের হাতে নিরিহ মানুষের রক্ত রয়েছে। আর বিএনপি দীর্ঘ আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছে। ফ্যাসিস্ট আওয়ামী সরকার পালিয়ে গেলেও দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। গণতান্ত্রিক ধারাবাহিকতার ক্ষেত্রে কোন আপোষ নেই। গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে বিএনপি ছিলো এবং আগামী দিনেও যে কোন পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে।