ভালুকা (ময়মনসিংহ) : ময়মনসিংহের ভালুকায় রাতের আঁধারে বনভূমি থেকে মাটি কাটার সময় একটি মাটি বোঝাই ড্রাম জব্দ করেছে বন বিভাগ। গতকাল রাতে উপজেলার বাশিল এলাকা থেকে বনভূমি কেটে নেয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় বন বিভাগ ট্রাকটিকে জব্দ করে ভালুকা রেঞ্জ অফিস কার্যালয় নিয়ে যায়। স্থানীয় বিটের ক্যাম অফিসার মশফিকুর রহমান মানিক জানান, স্থানীয় কশিত ঢালীর ছেলে সোহাগ ঢালী মেহেরাবাড়ী ক্যাম্পের আওতাধীন বাঁশিল মৌজার ১৮৭ নং দাগে বনভূমির জমি থেকে মাটি কাটার সময় মাটি ভর্তি একটি ড্রাম ট্রাক জব্দ করা হয়। এসময় সোহাগ ঢালী বন বিভাগের লোকজনের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যায়।
স্থানীয় নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যাক্তি জানায়, সোহাগ ঢালীর বিরুদ্ধে এলাকায় বনভূমি থেকে মাটি কাটার একাদিক অভিযোগ রয়েছে। এছাড়া বন বিজ্ঞপ্তিত জমি জবরদখল করে বাসাবাড়ি নির্মাণের অভিযোগ রয়েছে। এ ঘটনায় ভালুকা রেঞ্জের সহকারী বন সংরক্ষক
রেঞ্জ কর্মকর্তা এ. এস. এম. ইব্রাহীম সাজ্জাত জানান, বন বিভাগের জমি থেকে মাটি কাটার সময় সোহাগ ঢালীর একটি মাটি বোঝাই ড্রাম ট্রাক আটক করা হয়েছে। এ ঘটনায় তিনি বন বিভাগের কর্মচারীদের বিভিন্ন মাধ্যমে গাড়ি ছেড়ে দেওয়ার জন্য হুমকি দিয়ে আসার খবর পাওয়া গেছে। এসকল ঘটনায় তার বিরুদ্ধে বন আইনে মামলার কার্যক্রম চলছে বলেও জানান তিনি।