1. sraban1982@gmail.com : পল্লী বার্তা ২৪ :
  2. info@www.pollybarta24.com : পল্লী বার্তা ২৪ :
মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:০১ অপরাহ্ন
সর্বশেষ :
সুনামগঞ্জে বিজিবি”র অভিযানে  ১২টি ভারতীয় গরু আটক প্যালেস্টাইন টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে ওরিয়েন্টেশন ও মতবিনিময়  মোহনগঞ্জে গণ অধিকার পরিষদের আহ্বায়ক কমিটি গঠন কালিয়াকৈরে শিল্প পণ্য ও বানিজ্য মেলা মাদকবিহীন, নিরাপত্তার চাদরে ঘেরা পুঠিয়ায় মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ কারেন্ট জাল ওচাইনা জাল  জব্দ ও ধ্বংস  পুঠিয়ায় ছাত্রদল নেতাকে লাঞ্ছিত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন পুনর্বাসনের ব্যবস্থা না করে ফুটপাতের প্রায় ৪শ দোকান উচ্ছেদ ফুলপুর উপজেলার বওলা ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত নলছিটিতে এতিমদের মাঝে খাদ্যসামগ্রি বিতরণ বকশীগঞ্জে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়েরের প্রতিবাদে মানববন্ধন 

কাপাসিয়া উপজেলা কৃষি অফিসার সুমন কুমার বসাককে বিশেষ সম্মাননা প্রদান

আকরাম হোসাইন হিরন গাজীপুর প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ৭৪ বার পড়া হয়েছে

কাপাসিয়া (গাজীপুর) :প্রতিনিধিঃ- গাজীপুরের কাপাসিয়া উপজেলা কৃষি অফিসার সুমন কুমার বসাককে তাঁর কৃতিত্বের জন্য কৃষি তথ্য সার্ভিসের সম্মাননা ক্রেষ্ট ও সনদপত্র প্রদান করা হয়েছে। ২৯ এপ্রিল মঙ্গলবার দুপুরে ফার্মগেট খামারবাড়ি মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে এ পুরস্কারে ভূষিত করা হয়। কৃষি তথ্য সার্ভিস, ঢাকা অঞ্চলে ১৪৩১ বঙ্গাব্দে কৃষি তথ্য ম্যাগাজিনের গ্রাহক বৃদ্ধিতে অবদান রাখায় কৃষিবিদ সুমন কুমার বসাককে এ সম্মাননা প্রদান করা হয়। এ উপলক্ষে “কৃষি তথ্য বিস্তারে কল সেন্টার ও অ্যাপস এর ব্যবহার : সম্ভাবনা ও করণীয় শীর্ষক” এক সেমিনার অনুষ্ঠিত হয়। কৃষি কথার পরিচালক মোঃ মসীহুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এবং সম্মাননা প্রদান করেন কৃষি মন্ত্রণালয়ের সম্প্রসারণ অনুবিভাগের অতিরিক্ত সচিব মোঃ জাকির হোসেন। কৃষি তথ্য সার্ভিসের গৌরবময় পথ চলার অংশিদার কৃষিকথা। সুদীর্ঘকাল থেকেই মাসিক এ কৃষি ম্যাগাজিনটি কৃষক-কৃষাণী, সম্প্রসারণ কর্মী, বিজ্ঞানী, ছাত্র-ছাত্রীসহ আপামর কৃষিজীবীদের কৃষি তথ্য চাহিদা পূরণে সচেষ্ট আছে। কৃষি কথার ১৪৩১ বঙ্গাব্দে ৫’শ ২৫ জন গ্রাহক সংগ্রহ এবং মাঠ পর্যায়ে কৃষি তথ্যসেবা পৌঁছে দেয়ার কাজে সহযোগিতা প্রশংসার দাবি রাখেন। সক্রিয় উদ্যোগের ফলে কৃষি তথ্য সেবা বিস্তৃত হচ্ছে, তথা কৃষি তথ্য সার্ভিসের কার্যক্রম আরো গতিশীল হচ্ছে। অত্যন্ত নিষ্ঠা ও আন্তরিকতার সাথে এধরনের দায়িত্ব পালনের জন্য কাপাসিয়া উপজেলা কৃষি অফিসারকে বিশেষ ভাবে ধন্যবাদ জানানো হয়। কৃষি তথ্য সেবা প্রদানে কৃষিবিদ সুমন কুমার বসাকের সক্রিয় সহযোগিতা ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে কর্তৃপক্ষ প্রত্যাশা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট