1. sraban1982@gmail.com : পল্লী বার্তা ২৪ :
  2. info@www.pollybarta24.com : পল্লী বার্তা ২৪ :
মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
সুনামগঞ্জে বিজিবি”র অভিযানে  ১২টি ভারতীয় গরু আটক প্যালেস্টাইন টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে ওরিয়েন্টেশন ও মতবিনিময়  মোহনগঞ্জে গণ অধিকার পরিষদের আহ্বায়ক কমিটি গঠন কালিয়াকৈরে শিল্প পণ্য ও বানিজ্য মেলা মাদকবিহীন, নিরাপত্তার চাদরে ঘেরা পুঠিয়ায় মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ কারেন্ট জাল ওচাইনা জাল  জব্দ ও ধ্বংস  পুঠিয়ায় ছাত্রদল নেতাকে লাঞ্ছিত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন পুনর্বাসনের ব্যবস্থা না করে ফুটপাতের প্রায় ৪শ দোকান উচ্ছেদ ফুলপুর উপজেলার বওলা ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত নলছিটিতে এতিমদের মাঝে খাদ্যসামগ্রি বিতরণ বকশীগঞ্জে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়েরের প্রতিবাদে মানববন্ধন 

নান্দাইলে ইউএনওর সুলভ মূল্যের বাজার চালু

এইচএম সাইফুল্লাহ্, নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ৮৬ বার পড়া হয়েছে

এইচএম সাইফুল্লাহ্, নিজস্ব প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে দ্রব্যমূল্য জনসাধারণের ক্রয়মতার মধ্যে রাখতে নান্দাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার (১১ মার্চ) সুলভ মূল্যের হাটবাজার চালু করা হয়েছে। উক্ত হাট বাজার উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার। উপজেলা পরিষদ চত্বরে উক্ত হাটে ভোক্তাদের প্রয়োজনীয় বিভিন্ন ধরনের পন্যের সুলভ মূল্যের দোকান বসানো হয়। বাজার দর হতে কম মূল্যে নিত্য প্রয়োজনীয় সামগ্রী কিনতে ক্রেতারা বাজার উদ্ভোধনের পর থেকেই দোকানে প্রতিটি ভিড় জমাচ্ছেন। স্থানীয় প্রশাসনের উদ্যোগে বসানো এই হাটে বাজারের চেয়ে কম দামে পণ্য বিক্রি করা হচ্ছে। ফলে নিম্ন আয়ের মানুষ সহজেই তাদের নিত্য প্রয়োজনীয় সামগ্রী কিনতে পারছেন। এই হাটে উদ্ভোধনের পর থেকে শত শত সাধারন মানুষ ভিড় করছেন। সরেজমিন সুলভ মূল্যের বাজার ঘুরে দেখাযায়, উদ্বোধনের দিন সুলভ মূল্যের দোকানে প্রতি কেজি বড় রুই মাছ ২৫০ টাকা, ছোট রুই মাছ ২০০ টাকা, সিলবার কার্প বড় ১৭৫ টাকা, টমেটো ১০টাকা, কাঁচা মরিচ ৩৫ টাকা, চিনি ১১৮টাকা, ডাল ১০৫ টাকা, পিয়াজ ৩৫টাকা, রসুন ৭০ টাকা, মিষ্টি কুমড়া ১৫ টাকা ও প্রতি ডজন ডিম ১১০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। সুলভ মূল্যের বাজারের পণ্য কিনতে আসা ক্রেতা রফিক ও দিন মজুর জুয়েল জানান, বাজারে দ্রব্য মূল্যের যে উর্দ্ধগতি বিরাজ করছে সেই মুহূর্তে এই সুলভ মূল্যের বাজারটি নিম্ন আয়ের মানুষ সহ সকলের জন্য আশীর্বাদ স্বরূপ। বাজার থেকে সুলভ মূল্যে পণ্য কিনতে পেরে ভালো লেগেছে। তবে বাজারে তেল ও গোশত বিক্রির ব্যবস্থা করলে আরো ভালো হত। উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার বলেন, দোকানে রোজা উপলক্ষে মাংস শাকসবজি বিক্রয় করার জন্য ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। কোনো ধরনের মুনাফা না করে, শুধু কেনা দামে পণ্য বিক্রি করা হবে এই হাটে। বাজারে বিক্রেতাদের কোনো খাজনা দিতে হবে না। ১১তম রমজান থেকে মাস জুড়ে নিম্ন আয়ের মানুষ সহ সকলের জন্য এই বাজার উন্মুক্ত থাকবে। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তের কর্মকর্তা সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট