1. sraban1982@gmail.com : পল্লী বার্তা ২৪ :
  2. info@www.pollybarta24.com : পল্লী বার্তা ২৪ :
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৬:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
জাতীয় আইন সহায়তা দিবস উপলক্ষে সুনামগঞ্জে র‌্যালী ও আলোচনা ভালুকায় বাংলাদেশ হিন্দু – বৌদ্ধ – খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট”র কর্মী সমাবেশ কাপাসিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজের ওরিয়েন্টেশন  সুনামগঞ্জে হাওরে ধান কাটার যন্ত্র বিতরণ নিয়ে প্রতারণা  মোহনগঞ্জে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার  বকশীগঞ্জে হজ্বে গমনেচ্ছুদের নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত  পুঠিয়া রাজবাড়ি জাদুঘর ঘুরতে এসে হিট স্ট্রোকে এক নারীর মৃত্যু দৈনিক আমার দেশ সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে বকশীগঞ্জে মানববন্ধন সুনামগঞ্জের বিঞ্জান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস  স্থাপনের ৬দফা দাবি কালিয়াকৈরে অন্তঃসত্ত্বা নারীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার

ইফতারের জন্যে মসজিদে যাওয়ার পথে প্রাণ গেল তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর

সুমন মাহমুদ শেখ নেত্রকোনা জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ৪০ বার পড়া হয়েছে

সুমন মাহমুদ শেখ, জেলা প্রতিনিধি,  নেত্রকোনা- নেত্রকোনার মোহনগঞ্জে ইফতার করতে মসজিদে যাওয়ার পথে মোটর বাইকের চাপায় বাপ্পী (৯) নামের এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) বিকেল সাড়ে ৫ ঘটিকায় মোহনগঞ্জ-আদর্শনগর সড়কের মানশ্রী বাজারের পাশে এ দুর্ঘটনার শিকার হয় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী বাপ্পী।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত বাপ্পী মানশ্রী গ্রামের মো. হাবলু মিয়ার তিন সন্তানের মধ্যে জ্যেষ্ঠ সন্তান ছিল। সে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাপ্পী নিয়মিত নামাজ পড়তো ও রোজা রাখত। রমজানে প্রতিদিন গ্রামের পাঞ্জেখানা মসজিদে ইফতার শেষে মাগরিবের নামাজ আদায় করে বাড়ি ফিরতো। প্রতিদিনের মতো মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে মসজিদের দিকে যাচ্ছিল সে। মসজিদের সামনের সড়ক অতিক্রম করার সময় একটি দ্রুতগামী মোটর বাইক বাপ্পীকে পেছন থেকে চাপা দিয়ে চলে যায়। এতে সে ছিটকে পড়ে সড়কের পাশে। এ অবস্থায় গুরুতর আহত হয়ে সে জ্ঞান হারায়। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক দেখে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাপ্পীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাতেই মমেক হাসাপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক বাপ্পীকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে রেফার্ড করেন। তবে ঢাকা মেডিক্যালে নিয়ে যাওয়ার সময় রাস্তায় রাত প্রা ২ টার দিকে বাপ্পী মৃত্যুর কোলে ঢলে পড়ে। আজ দুপুরে তার নিজ গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। বাপ্পীর চাচা মীর্জা রুবেল আহমেদ ঝুটন বলেন, বাপ্পী বয়সে ছোট হলেও নিয়মিত নামাজ পড়তো এবল রোজা রাখতো। খুবই ভালো ছেলে ছিল। পৃরতিদিনের মতো গতকাল (মঙ্গলবার) ইফতারের একটু আগে বাড়ি থেকে বের হয়ে মসজিদে যাচ্ছিল। মসজিদের সামনের সড়ক পার হওয়ার সময় পেছন থেকে দ্রুতগামী একটি মোটরসাইকেল দেয় তাকে চাপা। এতে বাপ্পীর মৃত্যু হয়। রোজাদার শিশু বাপ্পীর হত্যাকারীর যেন সঠিক শাস্তি হয়, এটাই পরিবারের পক্ষ থেকে আমরা চাই। এভাবে আর যেন কোন মায়ের বুক খালি না হয়। মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, পরিবারের পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট