1. sraban1982@gmail.com : পল্লী বার্তা ২৪ :
  2. info@www.pollybarta24.com : পল্লী বার্তা ২৪ :
মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৮ অপরাহ্ন
সর্বশেষ :
সুনামগঞ্জে বিজিবি”র অভিযানে  ১২টি ভারতীয় গরু আটক প্যালেস্টাইন টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে ওরিয়েন্টেশন ও মতবিনিময়  মোহনগঞ্জে গণ অধিকার পরিষদের আহ্বায়ক কমিটি গঠন কালিয়াকৈরে শিল্প পণ্য ও বানিজ্য মেলা মাদকবিহীন, নিরাপত্তার চাদরে ঘেরা পুঠিয়ায় মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ কারেন্ট জাল ওচাইনা জাল  জব্দ ও ধ্বংস  পুঠিয়ায় ছাত্রদল নেতাকে লাঞ্ছিত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন পুনর্বাসনের ব্যবস্থা না করে ফুটপাতের প্রায় ৪শ দোকান উচ্ছেদ ফুলপুর উপজেলার বওলা ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত নলছিটিতে এতিমদের মাঝে খাদ্যসামগ্রি বিতরণ বকশীগঞ্জে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়েরের প্রতিবাদে মানববন্ধন 

ইফতারের জন্যে মসজিদে যাওয়ার পথে প্রাণ গেল তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর

সুমন মাহমুদ শেখ নেত্রকোনা জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ৮৬ বার পড়া হয়েছে

সুমন মাহমুদ শেখ, জেলা প্রতিনিধি,  নেত্রকোনা- নেত্রকোনার মোহনগঞ্জে ইফতার করতে মসজিদে যাওয়ার পথে মোটর বাইকের চাপায় বাপ্পী (৯) নামের এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) বিকেল সাড়ে ৫ ঘটিকায় মোহনগঞ্জ-আদর্শনগর সড়কের মানশ্রী বাজারের পাশে এ দুর্ঘটনার শিকার হয় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী বাপ্পী।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত বাপ্পী মানশ্রী গ্রামের মো. হাবলু মিয়ার তিন সন্তানের মধ্যে জ্যেষ্ঠ সন্তান ছিল। সে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাপ্পী নিয়মিত নামাজ পড়তো ও রোজা রাখত। রমজানে প্রতিদিন গ্রামের পাঞ্জেখানা মসজিদে ইফতার শেষে মাগরিবের নামাজ আদায় করে বাড়ি ফিরতো। প্রতিদিনের মতো মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে মসজিদের দিকে যাচ্ছিল সে। মসজিদের সামনের সড়ক অতিক্রম করার সময় একটি দ্রুতগামী মোটর বাইক বাপ্পীকে পেছন থেকে চাপা দিয়ে চলে যায়। এতে সে ছিটকে পড়ে সড়কের পাশে। এ অবস্থায় গুরুতর আহত হয়ে সে জ্ঞান হারায়। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক দেখে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাপ্পীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাতেই মমেক হাসাপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক বাপ্পীকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে রেফার্ড করেন। তবে ঢাকা মেডিক্যালে নিয়ে যাওয়ার সময় রাস্তায় রাত প্রা ২ টার দিকে বাপ্পী মৃত্যুর কোলে ঢলে পড়ে। আজ দুপুরে তার নিজ গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। বাপ্পীর চাচা মীর্জা রুবেল আহমেদ ঝুটন বলেন, বাপ্পী বয়সে ছোট হলেও নিয়মিত নামাজ পড়তো এবল রোজা রাখতো। খুবই ভালো ছেলে ছিল। পৃরতিদিনের মতো গতকাল (মঙ্গলবার) ইফতারের একটু আগে বাড়ি থেকে বের হয়ে মসজিদে যাচ্ছিল। মসজিদের সামনের সড়ক পার হওয়ার সময় পেছন থেকে দ্রুতগামী একটি মোটরসাইকেল দেয় তাকে চাপা। এতে বাপ্পীর মৃত্যু হয়। রোজাদার শিশু বাপ্পীর হত্যাকারীর যেন সঠিক শাস্তি হয়, এটাই পরিবারের পক্ষ থেকে আমরা চাই। এভাবে আর যেন কোন মায়ের বুক খালি না হয়। মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, পরিবারের পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট