প্রতিনিধি,কালিয়াকৈর(গাজীপুর) গাজীপুর জেলায় কালিয়াকৈর থানায় যুবলীগ নেতা কে আটক করার পর চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার দেখিয়ে গাজীপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আটককৃত যুবলীগ নেতা কালিয়াকৈর থানার মৌচাক ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক।তিনি সাহেবাবাদ গ্রামের নাসির উদ্দিন এর ছেলে আশরাফ (৪৩) ওরফে আশরাফ ভেন্ডার। খোঁজ নিয়ে জানা গেছে গ্রেপ্তারকৃত যুবলীগের নেতা আশরাফ ভেন্ডার বিগত আওয়ামী লীগ সরকারের আমলে উপজেলার কালামপুর রেল লাইন এলাকায় প্রভাব খাটিয়ে সরকারি জমি দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ রয়েছে। গত ৪ মার্চ মঙ্গলবার সন্ধ্যায় চান্দরা এলাকা থেকে তাকে আটক করা হয়। উল্লেখ্য বিগত আওয়ামী লীগ সরকারের পতনের পর আশরাফ ভেন্ডারের নামে সফিপুর আনসার একাডেমি এলাকায় আন্দোলন রত ছাত্র জনতার উপর আনসার বিজিবির সহায়তা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা গুলিবর্ষন করেন এতে আন্দোলনরত ছাত্র জনতা অনেকেই হতাহত হন।সেই হত্যা মামলার ৩১ নাম্বার এজাহার ভূক্ত আসামী আশরাফ ভেন্ডার। কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) জাফর আলী খান জানান, গ্রেফতারকৃত আশরাফ ভেন্ডার দীর্ঘদিন যাবত পলাতক ছিল গত মঙ্গলবার গোপন সংবাদ এর ভিত্তিতে তাকে উপজেলার চান্দরা থেকে গ্রেফতার করা হয়। পরে গতকাল বুধবার গাজীপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।