সুমন মাহমুদ শেখ জেলা প্রতিনিধি, নেত্রকোনা। নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বিস্ফোরক ও দ্রুত বিচার ট্রাইব্যালের মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে কেন্দুয়া থানা পুলিশ । সোমবার (১০ফেব্রুয়ারি) দুপুরে গ্রেপ্তারকৃত দুই আসামি আব্দুল আলীম ও শাহ জালাল আহমেদ ওরফে শরীফকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। জানা যায়, সোমবার (১০ ফেব্রুয়ারি) ভোর ৬ ঘটিকায় উপজেলার আশুজিয়া ইউনিয়নের আশুজিয়া গ্রামের মৃত হাসেম উদ্দিনের ছেলে আব্দুল আলীমকে (মামলা নং-২০ এবং গত রবিবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক দেড় ঘটিকায় রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের হরিপুর গ্রামের জসিম উদ্দিনের ছেলে ও উপজেলা ছাত্রলীগের সদস্য শাহ জালাল আহম্মেদ ওরফে শরীফকে, যার মামলা নং ৫, গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করে কেন্দুয়া থানা পুলিশ । এ বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান মুঠোফোনে জানান, গ্রেপ্তারকৃত দুই মামলার দুই আসামিকে কোর্টে সোপর্দ করা হয়েছে । তিনি আরো বলেন, গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।