1. sraban1982@gmail.com : পল্লী বার্তা ২৪ :
  2. info@www.pollybarta24.com : পল্লী বার্তা ২৪ :
মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০২ অপরাহ্ন
সর্বশেষ :
সুনামগঞ্জে বিজিবি”র অভিযানে  ১২টি ভারতীয় গরু আটক প্যালেস্টাইন টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে ওরিয়েন্টেশন ও মতবিনিময়  মোহনগঞ্জে গণ অধিকার পরিষদের আহ্বায়ক কমিটি গঠন কালিয়াকৈরে শিল্প পণ্য ও বানিজ্য মেলা মাদকবিহীন, নিরাপত্তার চাদরে ঘেরা পুঠিয়ায় মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ কারেন্ট জাল ওচাইনা জাল  জব্দ ও ধ্বংস  পুঠিয়ায় ছাত্রদল নেতাকে লাঞ্ছিত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন পুনর্বাসনের ব্যবস্থা না করে ফুটপাতের প্রায় ৪শ দোকান উচ্ছেদ ফুলপুর উপজেলার বওলা ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত নলছিটিতে এতিমদের মাঝে খাদ্যসামগ্রি বিতরণ বকশীগঞ্জে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়েরের প্রতিবাদে মানববন্ধন 

মোহনগঞ্জে ওরশ যাত্রাপালা বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

তানিম খান আদনান
  • প্রকাশিত: রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯৪ বার পড়া হয়েছে

ভ্রাম্যমান প্রতিনিধি তানিম খানঃ- নেত্রকোনার মোহনগঞ্জে ওরশ-যাত্রাপালার নামে মদ-গাঁজার আসরসহ সকল অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে এক  বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্টিত হয়েছে।রবিবার (৯ ফেব্রুয়ারি) দুপুর দুইটার দিকে তৌহিদী জনতার ব্যানারে এ  বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।

এদিকে তৌহিদী জনতার ডাকা এ কর্মসূচিকে সফল করতে পৌর শহরের বিভিন্ন এলাকা থেকে ধর্মপ্রাণ মুসল্লীরা আলাদা-আলাদা মিছিল নিয়ে  মোহনগঞ্জ বাজার বড় জামে মসজিদ প্রাঙ্গনে এসে জড়ো হন। পরে সেখান থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে বিক্ষোভ মিছিলটি শহরের শহীদ উসমান গণি ময়দানের মুক্তিযোদ্ধা মুক্ত মঞ্চে গিয়ে এক সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির কাজী মোফাজ্জল হোসেন সবুজ, উপজেলা হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা নুরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মাওলানা মাহমুদুল হাসান, মুফতি মাজহারুল হক কাসেমী,  উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের আহ্বায়ক মাওলানা মাসুম আহমাদ, ইসলামী আন্দোলণ বাংলাদেশের মোহনগঞ্জ উপজেলা শাখার সহ সভাপতি মৌলভী মোফাজ্জল হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী উলামাদল মোহনগঞ্জ শাখার আহবায়ক মো.রাজিব তালুকদার, হেফাজতে ইসলাম বাংলাদেশের মোহনগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা নূরুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি মাওলানা মাহমুদুল হাসান, সহ সভাপতি মুফতি মাজহারুল হক কাসেমী প্রমুখ।

বক্তারা বলেন, এই উপজেলার বিভিন্ন এলাকায় এক শ্রেণির দুষ্ট প্রকৃতির কিছু লোক  দীর্ঘদিন ধরেই ওরশ-যাত্রাপালার নামে মদ-গাঁজার আসর ও সব রকম অসামাজিক-অনৈসলামিক কার্যকলাপ চালিয়ে আসছে। আর তখন তারা মাইকে ডাক-ঢোল বাজিয়ে বিকট শব্দে রাতভর এসব অবৈধ কর্মকান্ড পরিচালনা করতে থাকে। এতে আশপাশের  বাড়িঘরের স্কুল-কলেজে পড়ুয়া শিক্ষার্থীদের লেখাপড়ার বিঘ্নতার পাশাপাশি লোকজন ঠিকমতো ঘুমাতেও পারেনা। তাই সমাজে এসব অসামাজিক কার্যকলাপ বন্ধ করতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন বক্তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট