কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের সিনাবহ এলাকায় যমুনা গ্রুপের প্রতিষ্ঠান যমুনা ইলেকটনিক্স এন্ড অটো মোবাইলস লিমিটেড কারখানায় ফ্যাক্টরী ডে নানা আয়োজনে পালিত হয়েছে। ফ্যাক্টরী দিবস উপলক্ষে শনিবার সকালে কারখানার শত শত বিভিন্ন বিভাগের শ্রমিকরা একত্র হয়ে কর্মসুচিতে অংশ নেয়। আলোচনা সভা, বৃক্ষরোপন,পুরস্কার বিতরন, প্রীতি ভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভার শুরুতে যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুলের মাগফেরাত কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে পরিচয় পর্ব ও মত প্রকাশ করা হয়। এ সময় কারখানার কর্মকর্তা ও সাধারন শ্রমিকরা জানায় প্রয়াত চেয়ারম্যান আমাদের জীবন জিবিকার ব্যস্থা করে গেছেন। বর্তমানে বাংলাদেশে যমুনাই সেরা। এটা একটি মিলন মেলা। এক টিমে কাজ করার প্রত্যয়। যমুনা এক নম্বর প্রডাকস। আলোচনা সভায় যমুনা গ্রুপের পরিচালক (এইচ.সি এম) আফসার উদ্দিন বলেন, যমুনা আমাদের সারা দেশে পরিচয় করিয়ে দিয়েছে। এ বছর প্রথম আমরা ফ্যাক্টরী দিবস পালনের উদ্যোগ নিয়েছি। আমরা একটা টিম সাজিয়েছি। সারা দেশে প্রান্তরে প্রান্তরে আমাদের প্রডাকস পৌছাতে পারি নাই। এক সাথে কাজ করে মাইল ফলক সৃষ্টি করতে পারবো। সেলসেও এক নম্বর হতে হবে। প্রয়াত চেয়ারম্যানের স্বপ্ন পুরন করতে হবে। এখানে লটারী ও পুরস্কারের ব্যবস্থা আছে। সবাই সবাইকে সহযোগিতা করবেন। এ সময় আরও বক্তব্য রাখেন,যমুনা গ্রুপের পরিচালক(কর্মাসিয়াল)এ বি এম শামসুল হাসান, পরিচালক (ব্যান্ড) সেলিম উল্লাহ সেলিম, পরিচালক(সেলস)ড.শাখাওয়াত হোসেন, এইচ ও বি(জিল)সাজ্জাদুল ইসলাম, জি এম (আইটি) মেহেদী হাসান, জিএম সেলস(মটর সাইকেল)মেজবাহ উদ্দিন আতিক, জিএম জিল(একাউন্টস) শফিক উদ্দিন আহম্মেদ,সিনিয়র জিএম(ভ্যাট)মুজিবুর রহমান,জিএম(ভ্যাট) জাহাঙ্গীর হোসাইন, জিএম (প্লাজা) মি. শিমুল, সিনিয়র জ্এিম(সেলস এন্ড মার্কেটিং) শরিফুদ্দিন রুহিত,জিএম (এডমিন)শাহাদাৎ হোসাইন, চীফ ইঞ্জিনিয়ার এরশাদ হোসাইন, ডিজিএম(সেলস এন্ড মার্কেটিং) মাকসুদুর রহমান প্রমুখ। পরে অতিথিরা কারখানার ভিতরে দুটি আমের চারা রোপন করে বৃক্ষরোপন উদ্ধোধন করেন। এর পর কারখানায় যারা গত ২০২৪ সালে তাদের দক্ষতার স্বাক্ষর রেখেছেন এমন ৫১ কে পুরস্কার প্রদান করা হয়। এ ছাড়া কারখানার যে সকল কর্মকর্তা কর্মচারীর ছেলে মেয়েরা এস এস সি ও এইচ এস সি পরীক্ষায় জিপি-ফ্ইাভ পেয়েছে তাদের বিশেষ পুরস্কার প্রদান করা হয়। এ ক্ষেত্রে গ্লাস টেমপার বিভাগের সিনিয়র অফিসার নুরুজ্জামান এ বছরের জন্য শ্রেষ্ঠ পাফরমারস হিসেবে হিসেবে পুরস্কার গ্রহন করেন। অপরদিকে এ এ সি তে জিপি এ ফাইভ পাওযায় কারখানার কর্মকর্তা মোহাম্মদ আলী সুমনের মেয়ে সুরাইয়া আক্তার সাথীকে ও এইচ এসিতে জিপি এ ফাইভ পাওয়ায হাসিনুর রহমানের ছেলে হেনা রহমানকে পুরস্কার প্রদান করা হয়। অপরদিকে ইমপ্লই অব দ্যা ইয়ার, কাষ্টমার সার্ভিস,ইনোভেশন,পারফরমেন্স,রিডিউসিং ডিফেক্ট,টেকনিক্যাল এক্স পার্টিস, টিম ওয়ার্ক,এস এস সি জিপিএ ফাইভ ও এইচ এসিতে জিপি এ ফাইভ ৭টি পয়েন্ট এ ৫৩জনকে পুরস্কার প্রদান করা হয়। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।