স্টাফ রিপোর্টারঃ- (২৮শে জানুয়ারি) মঙ্গলবার বাদ মাগরিব, ময়মনসিংহ অডিটোরিয়াম ৭০/১ এলিফ্যান্ট রোড ঢাকায়, বৃহত্তর ময়মনসিংহ সমিতি ঢাকা, র বনভোজন বাস্তবায়ন কমিটির সভা সমিতি র সিনিয়র সহ সভাপতি ও কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্বা মাহফিজুর রহমান বাবুলে র সভাপতপতিত্বে ও কমিটির সদস্য সচিব, সমিতি র সিনিয়র যুগ্ম মহাসচিব বিশিষ্ট শিল্পপতি মোঃ মামুনুর রশীদের পরিচালনায় অনুষ্ঠিত হয়।সভায় সর্ব সম্মতিক্রমে ১০(দশ)টি উপ কমিটি গঠন করা হয়।আগামী ২২ ফেব্রুয়ারী, ২০২৫ ইং অনুষ্ঠিতব্য বৃহত্তর ময়মনসিংহ সমিতি ঢাকা এর বার্ষিক বনভোজন সফল করার লক্ষে দিক নির্দেশনা মুলক ও উপ কমিটি গুলো র কার্যক্রম উল্লেখ করে বৃহত্তর ময়মনসিংহ সমিতি ঢাকা এর নেতৃবৃন্দের মাঝে বক্তব্য রাখেন সর্জনাব ইন্জিঃ ইউসুফ( সহ সভা পতি),সাবেক সচিব ও সহ সভাপতি হুমায়ুন খালিদ, সহ সভাপতি হাফিজুর রহমান ময়না, সহ সভাপতি ও সাবেক অতিঃসচিব পীরজাদা শহীদুল হারুন, সহ সভা পতি আতিকুজ্জামান খান, সহ সভাপতি ইয়াকুব খান দুলাল,যুগ্ম মহা সচিব ডাঃ অধ্যাপক হাবিবুল্লাহ তালুকদার রাসকিন, যুগ্ম মহা সচিব ইন্জিঃ ঈশরাফ হোসেন,যুগ্ম মহা সচিব অধ্যাপক আকবর সিরাজী, যুগ্ম মহা সচিব হাবিবু রহমান তালুকদার,যুগ্ম মহা সচিব যোবায়ের ইবনে সালেহ,সাংগঠনিক সচিব আলমগীর আকন্দ মিন্টু, সাংগঠনিক সচিব এড.সায়্যিদুল করিম নসরত, সাংগঠনিক সচিব শামছুজ্জামান মেহেদী,সাংগঠনিক সচিব সবুজ, সাংগঠনিক সচিব হিটু,সাংগঠনিক সচিব তারা,অর্থ সচিব এড. খলিলুর রহমান, শিক্ষা সচিব মোঃ হেলাল উদ্দীন, দপ্তর সচিব মোঃ হেলালউদ্দীন ( তাল তলা), সমবায় সচিব শিল্পপতি মিজানুর রহমান,ইন্জিঃ শাহজাহান, গৃহায়ন সচিব ইন্জিঃ রাশেদ, যুব বিষয়ক সচিব এম এ আকাশ, প্রচার সচিব মোঃ আসাদ উল্লাহ,নাজিন, দাইয়ান, রায়হান প্রমূখ।