1. sraban1982@gmail.com : পল্লী বার্তা ২৪ :
  2. info@www.pollybarta24.com : পল্লী বার্তা ২৪ :
মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:০১ অপরাহ্ন
সর্বশেষ :
সুনামগঞ্জে বিজিবি”র অভিযানে  ১২টি ভারতীয় গরু আটক প্যালেস্টাইন টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে ওরিয়েন্টেশন ও মতবিনিময়  মোহনগঞ্জে গণ অধিকার পরিষদের আহ্বায়ক কমিটি গঠন কালিয়াকৈরে শিল্প পণ্য ও বানিজ্য মেলা মাদকবিহীন, নিরাপত্তার চাদরে ঘেরা পুঠিয়ায় মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ কারেন্ট জাল ওচাইনা জাল  জব্দ ও ধ্বংস  পুঠিয়ায় ছাত্রদল নেতাকে লাঞ্ছিত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন পুনর্বাসনের ব্যবস্থা না করে ফুটপাতের প্রায় ৪শ দোকান উচ্ছেদ ফুলপুর উপজেলার বওলা ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত নলছিটিতে এতিমদের মাঝে খাদ্যসামগ্রি বিতরণ বকশীগঞ্জে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়েরের প্রতিবাদে মানববন্ধন 

ভ্রাম্যমাণ আদালতে মোহনগঞ্জে ১জনের সাজা, ২ জনের জরিমানা

তানিম খান আদনান
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ১১৬ বার পড়া হয়েছে

তানিম খানঃ নেত্রকোনার মোহনগঞ্জে  পূর্ব মূল্যের সিগারেট নতুন বর্ধিত মূল্যে বিক্রির অভিযোগে শশী মোহন রায় নামে সিগারেটের এক ডিলারের গোদামে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমান আদালত।

এসময় ওই প্রতিষ্টানের সুপারভাইজারসহ ৩ কর্মচারীকে আটক করা হয়। পরে খন্দকার দেলোয়ার হোসেন(২৫) নামে ওই প্রতিষ্টানের সুপারভাইজারকে ৫দিনের বিনাশ্রম কারাদণ্ডসহ ২ হাজার টাকা অর্থদন্ডেও দন্ডিত করা হয়। একই সাথে আটক অপর দুই কর্মচারীকে পৃথক- পৃথক অর্থদন্ডে দন্ডিত করেন ভ্রাম্যমান আদালত। এরমধ্যে কর্মচারী সাইফুল্লাহকে (২৫) ৫০ হাজার টাকা ও আতাউর রহমানকে (৩৪) ১০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  এম এ কাদের ভোক্তা অধিকার আইনে পৌর শহরের মার্কাস রোডে ওই সিগারেট প্রতিষ্টানে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

এসময় মোহনগঞ্জ থানার পুলিশ সদস্যরা ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে সহযোগিতা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গত প্রায় ১৫দিন যাবত মোহনগঞ্জ পৌরশহরসহ উপজেলার বিভিন্ন হাট-বাজারে সিগারেট উৎপাদনকারী প্রতিষ্ঠান ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর পরিবেশক মেসার্স শশী মোহন রায় পূর্ব মূল্যের সিগারেট নতুন বর্ধিত মূল্যে বিক্রি করে অবৈধভাবে জনগণের কাছ থেকে কোটি কেটি টাকা হাতিয়ে নিচ্ছে। ভোক্তাদের এমন অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত পৌরশহরের মার্কাস রোড এলাকায় ওই সিগারেট পরিবেশক প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে পূর্ব মূল্যের আনুমানিক দুই কোটি টাকার সিগারেট জব্দ করে গোদাম সিলগালা করা হয়। এসময় ওই প্রতিষ্ঠানের তিন কর্মচারী খন্দকার দেলোয়ারকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ডসহ দুই হাজার টাকা জরিমানা, খালেদ সাইফুল্লাহকে ৫০ হাজার ও আতাউর রহমানকে ১০ হাজার টাকা জরিমানা করেন। পরে ওইদিন বিকেলেই খন্দকার দেলোয়ারকে নেত্রকোনা কারাগারে পাঠিয়েছে পুলিশ।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এম এ কাদের বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণে মোহনগঞ্জ উপজেলা জুড়ে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম চলমান থাকবে। মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত আসামি খন্দকার দেলোয়ারকে বৃহস্পতিবার সন্ধ্যায় নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট