ত্রিশাল (ময়মনসিংহ)প্রতিনিধি ময়মনসিংহের ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) জুয়েল আহমেদকে প্রেসক্লাবের উদ্যোগে বদলিজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এ বিদায় সংবর্ধনা দেওয়া হয়। ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মজিবের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এইচ এম জোবায়ের হোসাইনের সঞ্চালায় এতে প্রধান অতিথি ছিলেন বিদায়ী ইউএনও জুয়েল আহমেদ। বিদায়ী ইউএনও জুয়েল আহমেদ বলেন এই উপজেলায় যোগদানের পর পেশাদারী বজায় রেখে কাজ করতে বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিক ভাইদের সর্বাত্মক সহযোগিতা পেয়েছি। তিনি প্রেসক্লাবের সাংবাদিকদের ধন্যবাদ জানান। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ত্রিশাল ত্রিশাল সহকারী কমিশনার ভূমি মাহবুবুর রহমান, ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি মোখলেছুর রহমান,রফিকুল ইসলাম শামীম, সম্মানিত সদস্য আ,ন,ম ফারুক, সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নোমান, মোহাম্মদ সেলিম, মতিউর রহমান সেলিম, সাংবাদিক মামুনুর রশিদ, ফারুক আহমেদ,হুমায়ুন কবির, ইমরান হাসান বুলবুল, ছাইফুল ইসলাম তুহিন, রুকুনুজ্জামান রাহাত, আহসান হাবীব,আব্দুল্লাহ আল ফাহাদ প্রমূখ।