কালিয়াকৈর,(গাজীপুর)প্রতিনিধি- গাজীপুরের কালিয়াকৈরে বিএনপি ও অঙ্গ দলের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।কালিয়াকৈর উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল ১৬ ডিসেম্বর গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে বর্ণাঢ্য এ বিজয় দিবসের আয়োজন করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে গোলাম নবী পাইলট উচ্চ বিদ্যালয় এর মাঠ প্রাঙ্গনে নির্মিত শহীদ মিনারের বেদীতে বিএনপি ও অঙ্গদলের নেতৃবৃন্দ গন ফুল দিয়ে একাত্তরের স্বাধীনতা যুদ্ধে নিহত বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি’র ঢাকা (উত্তর) বিভাগের সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল, কেন্দ্রীয় বিএনপি’র শ্রম বিষয়ক সহ-সম্পাদক ও বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য হুমায়ুন কবির খান, বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ও সাবেক পৌর মেয়র মজিবুর রহমান, গাজীপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইশরাক আহমেদ চৌধুরী, কালিয়াকৈর উপজেলা বিএনপি’র সভাপতি ভিপি হেলালউদ্দিন।মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাদের ও তাদের পরিবারদেরকে উপজেলা প্রশাসন ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন। এছাড়াও উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে আলাদা আলাদা ভাবে মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া উপজেলার সকল ধর্মীয় প্রতিষ্ঠানে শহীদদের রুহের মাগফেরাত ও আত্মার শান্তি কামনায় দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়