কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি – গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আটাবহ ইউনিয়নের পূর্ব গোসাত্রা এলাকায় অটোরিক্সা উল্টিয়ে এক যাত্রী নিহত হয়েছেন।
নিহত হলেন,সাঈদ আলী(৫৫) উপজেলার মাথালিয়া এলাকার মৃত-জাম্বু ব্যাপারীর ছেলে।বৃহস্পতিবার দুপুরে উপজেলায় পূর্ব গোসাত্রা দফাদার বাড়ির মোড়ে চলন্ত অটোরিক্সা উল্টে গেলে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত সাঈদ আলী(৫৫) উপজেলার মাথালিয়া এলাকার মৃত-জাম্বু ব্যাপারীর ছেলে।
এলাকাবাসী সুত্রে জানা যায়, বৃহস্পতিবার দুুপুরে সাঈদ আলী অটোরিক্সায় চড়ে পুর্ব গোসাত্রা থেকে জালশুকা বাজারে যাচ্ছিল। অটোরিক্সাটি সড়কের দফাদার বাড়ী মোড়ে পৌছালে অতিরিক্ত গতি থাকায় উল্টে যায়। এতে চালক অক্ষত থাকলেও যাত্রী সাঈদ আলী গুরুতর আহত হয়। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
আটাবহ ইউনিয়ন পরিষদের ৪,৫,৬নং ওয়ার্ডের মহিলা সদস্য রিফাত ফারহা কনা সাঈদ আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।