কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি গাজীপুরের কালিয়াকৈর উপজেলা প্রশাসনের উদ্যোগে আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজিবি দিবস ও ১৬ ডিসেম্বর পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা হলরুমে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহম্মেদ। এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মুহাম্মদ হেলাল উদ্দিন,ওসি (তদন্ত) যোবায়ের, বীর মুক্তিযোদ্ধা আকতারুজ্জামান, উপজেলা জামায়াতের আমীর বেলাল সরকার,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান,সুত্রাপুর ইউনিয়নের চেযারম্যান সোলাইমান হোসেন মিন্টু,গণঅধিকার পরিষদের নেতা পাঠান আজাহার, প্রেসক্লাবের নির্বাহী সভাপতি সরকার আব্দুল আলীম, প্রেসক্লাবের সাধারন সম্পাদক এম মাহবুব হাসান মেহেদী প্রমুখ।