1. sraban1982@gmail.com : পল্লী বার্তা ২৪ :
  2. info@www.pollybarta24.com : পল্লী বার্তা ২৪ :
বুধবার, ১৪ মে ২০২৫, ০৬:৫৬ অপরাহ্ন

কাপাসিয়ায় মাধ্যমিক পর্যায়ে ৫১তম ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

আকরাম হোসাইন হিরন গাজীপুর
  • প্রকাশিত: বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ১০১ বার পড়া হয়েছে

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি গাজীপুরের কাপাসিয়ায় ৫১তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে গ্রীষ্মকালীন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ২৭ নভেম্বর বুধবার সকালে আনুষ্ঠানিক ভাবে প্রতিযোগীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তামান্না তাসনীম। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল আরিফ সরকারের সভাপতিত্বে এবং কোহিনুর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সিনিয়র ক্রীড়া শিক্ষক দুলাল হোসেন শেখের পরিচালনায় এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম চৌধুরী, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, ফুলবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোবারক হোসেন, কামড়া মাশক ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ হারুনুর রশিদ মোল্লা, লোহাদী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফরোজা সুলতানা, ঘাগটিয়া চালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হক, ক্রীড়া শিক্ষক ও স্কাউটসের সাবেক সম্পাদক শাহ্ জামান মাসুম, কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক ওসমান গনি প্রমূখ। উপজেলার ৪৯ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় চার শত শিক্ষার্থীদের অংশগ্রহণে কাবাডি, সাঁতার ও দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষার্থীদের জন্য এ প্রতিযোগিতা উন্মুক্ত ছিল।

গত ৭ ও ৮ অক্টোবর এ ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত হয়। কাবাডি খেলায় কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় (বালক-বালিকা) চ্যাম্পিয়ন হয়েছে। কাবাডি বালকের রানার্সআপ হয়েছে লোহাদী উচ্চ বিদ্যালয়। কাবাডি বালিকায় রানার্সআপ হয়েছে কাপাসিয়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ। দাবা খেলায় কাপাসিয়া হরিমঞ্জুরী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী ইসিতা মল্লিক চ্যাম্পিয়ন হয়েছে। রানার্সআপ হয়েছে সন্মানিয়া উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির তানজিমা। বালক বড় ১০০ মিটার মুক্ত সাঁতার প্রতিযোগিতায় চেংনা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী সাব্বির প্রথম স্থান অধিকার করেছে। দ্বিতীয় হয়েছে নরোত্তমপুর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী সিয়াম এবং তৃতীয় স্থানে রয়েছে কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী জুবায়ের। বালক বড়দের ১০০ মিটার চিৎ সাঁতার প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে উজলী দিঘির পাড় জে ইউ আলিম মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী তরিকুল, দ্বিতীয় স্থানে তারাগঞ্জ হরেন্দ্র নারায়ন স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী সিমান্ত চন্দ্র এবং তৃতীয় স্থানে রয়েছে ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, হাইলজোরের অষ্টম শ্রেণির শিক্ষার্থী আরাফাত। বালক বড়দের দাবা খেলায় কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী যোবায়ের চ্যাম্পিয়ন হয়েছে। রানার্সআপ হয়েছে পেওরাইট ওহাবিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী হামিম হাসান। বালিকা ৫০ মিটার চিৎ সাঁতারে প্রথম স্থান অধিকার করেছে কাপাসিয়া হরিমঞ্জুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছামিয়া, দ্বিতীয় স্থানে রয়েছে পাবুর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সিমা, তৃতীয় স্থানে রয়েছে টোক সুরজুবালা বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছুমাইয়া। ১০০ মিটার মুক্ত সাঁতার প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে হরিমঞ্জুরী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছামিরা, দ্বিতীয় স্থানে রয়েছে টোক সুরজুবালা বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির সোমাইয়া, তৃতীয় স্থানে রয়েছে পাবুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সিমা। বালক মধ্যম ১০০ মিটার মুক্ত সাঁতার প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী আল আমিন, দ্বিতীয় স্থানে রয়েছে বড়সিট আদর্শ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী সৌরভ, তৃতীয় স্থানে রয়েছে লোহাদী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী জাহিদ। বালক মধ্যম ৫০ মিটার চিৎ সাঁতারে প্রথম স্থান অধিকার করেছে কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী আল আমিন, দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণগাঁও কালিয়াব দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির রিফাত, তৃতীয় স্থানে রয়েছে উত্তর খামের উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সাব্বির। বালক মধ্যম ৫০ মিটার বুক সাঁতার প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী আল আমিন, দ্বিতীয় স্থানে রয়েছে বীর উজলী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী আল আমিন, তৃতীয় স্থানে রয়েছে লোহাদী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী জাহিদ। বালক মধ্যম ৫০ মিটার প্রজাপতি সাঁতার প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে দক্ষিণগাঁও কালিয়াব দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী রিফাত, দ্বিতীয় স্থানে রয়েছে হাছানিয়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী সজিব, তৃতীয় স্থানে রয়েছে লোহাদী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মোবারক। ২০০ মিটার মুক্ত সাঁতার প্রতিযোগিতায় ছানি মিয়া, সাইফুল ও আরাফাত ক্রমানুসারে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছে। বালক বড় ১০০ মিটার রিলে লোহাদী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী মাজহারুল ইসলাম প্রথম স্থান অধিকার করেছে। বালিকা বড় ১০০ মিটার মুক্ত সাঁতার প্রতিযোগিতায় ক্রমানুসারে প্রথম দ্বিতীয় ও তৃতীয় হয়েছে মন্দিরা রানী দাস, শিখা ও আয়েশা। বালিকা বড় ১০০ মিটার চিৎ সাঁতার প্রতিযোগিতায় মন্দিরা, আয়েশা ও শিখা ক্রমানুসারে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট