ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি।। ময়মনসিংহের ভালুকা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুর রাজ্জাক খানকে জড়িয়ে সামাজিক মাধ্যম ফেসবুক ও দৈনিক প্রতিদিনের ভালুকা নামে আইডি থেকে অপপ্রচার চালিয়ে তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগ উঠেছে।
মেদুয়ারী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও থানা বিএনপির সদস্য আব্দুর রাজ্জাক খান জানান, তার বিরুদ্ধে একটি কুচক্রী মহল বিভিন্ন সামাজিক মাধ্যমে ফেসবুক ও দৈনিক প্রতিদিনের ভালুকা নামের আইডি থেকে মিথ্যা বানোয়াট ও বিভ্রান্তি মূলক অপপ্রচার চালিয়ে আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে। আমি দীর্ঘদিন অতি সুনামের সাথে মেদুয়ারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি। বর্তমানে উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য। আমি কোন শিল্প কারখানা অথবা কোন চাঁদাবাজীর সাথে জড়িত নই। আমার কোন বাহিনীও নেই । আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আদর্শের একজন কর্মী। আমার বিরুদ্ধে আনীত সব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্য প্রনোদিত। এ ধরনের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
তিনি বলেন আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল এ ব্যাপরে ভালুকা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করার প্রস্তুতি নিচ্ছি ।