1. sraban1982@gmail.com : পল্লী বার্তা ২৪ :
  2. info@www.pollybarta24.com : পল্লী বার্তা ২৪ :
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০১:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ :
কাপাসিয়ায় তারাগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত কাপাসিয়া উপজেলা কৃষি অফিসার সুমন কুমার বসাককে বিশেষ সম্মাননা প্রদান কাপাসিয়ায় সেনাবাহিনীর অভিযানে ৬টি ট্রলি জব্দ ও ২ জন আটক পুঠিয়ায় আইন শৃঙ্খলা কমিটি ও মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, মরদেহ উদ্ধার কালিয়াকৈরে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালতে জরিমানা জাতীয় আইন সহায়তা দিবস উপলক্ষে সুনামগঞ্জে র‌্যালী ও আলোচনা ভালুকায় বাংলাদেশ হিন্দু – বৌদ্ধ – খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট”র কর্মী সমাবেশ কাপাসিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজের ওরিয়েন্টেশন  সুনামগঞ্জে হাওরে ধান কাটার যন্ত্র বিতরণ নিয়ে প্রতারণা 

বকশীগঞ্জে মসজিদ কমিটির সাবেক সভাপতির বিরুদ্ধে মসজিদ উন্নয়নের অর্থ আত্মসাতের অভিযোগ

জিএম ফাতিউল হাফিজ বাবু বকশীগঞ্জ, জামালপুর
  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ১৩৩ বার পড়া হয়েছে

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি- জামালপুরের বকশীগঞ্জে মসজিদের উন্নয়নের অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে মসজিদ কমিটির সাবেক সভাপতির বিরুদ্ধে।

এঘটনায় আত্মসাতকৃত অর্থ উদ্ধার করতে স্থানীয় এলাকাবাসীর পক্ষে ২১ অক্টোবর (সোমবার) উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন বাবুল মিয়া নামে এক ব্যক্তি। ঘটনাটি ধানুয়া কামালপুর ইউনিয়নের ধানুয়া গ্রামে।
লিখিত অভিযোগ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, ধানুয়া গ্রামে সরকার বাড়ি বায়তুল মামুর জামে মসিজদ অবস্থিত।
এই মসজিদে ২০১৭ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত সভাপতির দায়িত্ব পালন করেন এই গ্রামের আবু যাইদ অপু। তিনি সভাপতি হলেও রেজুলেশন না করে দায়িত্ব নেওয়ার পর সাধারণ মুসল্লিদের না জানিয়ে নিজের ইচ্ছামত মসজিদের সকল কার্যক্রম সম্পন্ন করতে থাকেন। আবু যাইদ অপু প্রতি মাসে উন্নয়নের নামে অর্থ সংগ্রহ করলেও মুসল্লিদের না জানিয়ে মনগড়া পরিকল্পনা মাফিক কাজ সম্পন্ন করে থাকেন।
এই ৬ বছরে তার বিরুদ্ধে মসজিদ উন্নয়নের জন্য ৮ লাখ টাকা তার কাছে জমা থাকলেও তিনি মুসল্লিদের হিসাব না দিয়ে টালবাহানা শুরু করেন। মুসল্লিরা আয় ব্যয় ও বিল ভাউচার দেখতে চাইলে তিনি এড়িয়ে যান।
স্থানীয় মুসল্লিদের দাবি আবু যাইদ অপু মসজিদ কমিটির সভাপতি হয়ে এলাকাবাসীকে মাইনাস করে নিজের ইচ্ছামত মসজিদ পরিচালনা করেন।
এমনকি মসজিদের উন্নয়নের নামে যেসব অর্থ আদায় করেছেন তাও খরচ করেন নিজের মন মত। মসজিদের আয় ব্যয়ের হিসাব চাইলে তিনি মুসল্লিদের দিতে অপারগতা প্রকাশ করেন। সাবেক এই সভাপতি মসজিদের ৮ লাখ টাকা আত্মসাত করায় সাধারণ মুসল্লিদের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
অপরদিকে আবু যাইদ অপু সভাপতি থাকাকালীন সময়ে মসজিদের জমি কিছু অংশ বাদ রেখে পুরো ভবন নির্মাণ না করে কামরুজ্জামান মানিক নামে এক ব্যক্তির জমিতে মসজিদ নির্মাণ করেন। এনিয়েও মুসল্লিদের মধ্যে ক্ষোভ রয়েছে।
এছাড়াও স্থানীয় মদিনাতুল উলুম নূরানীয়া হাফিজিয়া মাদারাসার সাবেক সভাপতি ছিলেন আবু যাইদ অপু। তিনি মাদরাসার আয় ব্যয়ের হিসাব দিচ্ছেন না বলে অভিযোগ রয়েছে। তার এমন আর্থিক কেলেঙ্কারীর ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।
আবু যাইদ অপুর হাত থেকে মসজিদের অর্থ উদ্ধার করতে অবশেষে স্থানীয় এলাকাবাসীর পক্ষে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ দায়েরের পর ধানুয়া গ্রামের বাবুল মিয়া জানান, মসজিদের সাবেক সভাপতি আবু যাইদ অপু ৬ বছর সভাপতির দায়িত্ব পালন করে ব্যাপক দুর্নীতিতে জড়িয়ে পড়েন। তাই তার কাছে থাকা মসজিদের ৮ লাখ টাকা উদ্ধার করতে প্রশাসনের দ্বারস্থ হয়েছি। তিনি সরেজমিনে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এঘটনায় অভিযুক্ত বায়তুল মামুর জামে মসজিদের সাবেক সভাপতি আবু যাইদ অপুর মেবাইল ফোনে বার বার কল দেওয়া হলেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়।
বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অহনা জিন্নাত বলেন, মসজিদের অর্থ আত্মসাতের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে বিষয়টি সমাধান করা হবে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট