সুমন মাহমুদ শেখ জেলা প্রতিনিধি, নেত্রকোন-আজ (১৩ই সেপ্টেম্বর) শনিবার দুপুর দুই ঘটিকায় মোহনগঞ্জ পৌর পাবলিক হলে এ সভা অনুষ্ঠিত হয়। মো. আলতাবুর রহমান আলতু’র সভাপতিত্বে আজকের সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব হাসান আল মামুন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় নির্বাহী কমিটি, বাংলাদেশ গণ অধিকার পরিষদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাড. আলহাজ্ব আব্দুল কাদির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জেলা গণ অধিকার পরিষদ, নেত্রকোনা, মো. খাইরুল ইসলাম, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, জেলা ছাত্র অধিকার পরিষদ, নেত্রকোনা,অ্যাড. মুহাম্মদ আলী শীর্ষ, যুগ্ম আহ্বায়ক, জেলা গণ অধিকার পরিষদ, নেত্রকোনা। মো. তৌহিদুল আলম তালুকদার, যুগ্ম আহ্বায়ক, জেলা গণ অধিকার পরিষদ, নেত্রকোনা, মো. আবুল বাশার, সভাপতি, জেলা ছাত্র অধিকার পরিষদ, নেত্রকোনা, মো. আদনান হোসেন বাকীর, সাধারণ সম্পাদক, জেলা ছাত্র অধিকার পরিষদ, নেত্রকোনা।
প্রধান অতিথির বক্তব্যে জনাব হাসান আল মামুন বলেন- গণ অধিকার পরিষদ নিপীড়িত মানুষের দল। গণ মানুষের অধিকার আদায়ের দল। আগামী জাতীয় সংসদ নির্বাচনে গণ অধিকার পরিষদের প্রার্থীকে ট্রাক প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান। গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি নূরুল হক নূরের সুস্থতার জন্যে সকলের দোয়া কামনা করছেন। আলোচনা শেষে জেলা কমিটির নেতৃবৃন্দ মোহনগঞ্জ উপজেলা ও পৌর শাখার সংক্ষিপ্ত আহ্বায়ক কমিটি ঘোষণা করেন।
উপজেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক : মো. জসীম উদ্দীন ও সদস্য সচিব : সুমন মাহমুদ শেখ।
পৌর গণ অধিকার পরিষদের আহ্বায়ক মো. আলতাবুর রহমান আলতু ও সদস্য সচিব : আমীর খসরু।