1. sraban1982@gmail.com : পল্লী বার্তা ২৪ :
  2. info@www.pollybarta24.com : পল্লী বার্তা ২৪ :
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২০ অপরাহ্ন
সর্বশেষ :
মোহনগঞ্জে গণ অধিকার পরিষদের আহ্বায়ক কমিটি গঠন কালিয়াকৈরে শিল্প পণ্য ও বানিজ্য মেলা মাদকবিহীন, নিরাপত্তার চাদরে ঘেরা পুঠিয়ায় মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ কারেন্ট জাল ওচাইনা জাল  জব্দ ও ধ্বংস  পুঠিয়ায় ছাত্রদল নেতাকে লাঞ্ছিত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন পুনর্বাসনের ব্যবস্থা না করে ফুটপাতের প্রায় ৪শ দোকান উচ্ছেদ ফুলপুর উপজেলার বওলা ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত নলছিটিতে এতিমদের মাঝে খাদ্যসামগ্রি বিতরণ বকশীগঞ্জে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়েরের প্রতিবাদে মানববন্ধন  বকশীগঞ্জে জুলাই আন্দোলনে নিহত শহীদ ফজলুল করিমের পরিবারের খোঁজ নিলেন ইউএনও তারাগঞ্জে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

পুঠিয়ায় ছাত্রদল নেতাকে লাঞ্ছিত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মাজেদুর  রহমান (মাজদার)  পুঠিয়া রাজশাহী। 
  • প্রকাশিত: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০ বার পড়া হয়েছে

পুঠিয়া (রাজশাহী)  প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়ায় বানেশ্বর বাজার সমিতির আহবায়ক এবং বানেশ্বর হাট ইজারাদারের সামনে পুঠিয়া উপজেলা ছাত্রদলের আহবায়ক এবং জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক হুমায়ুন কবিরকে লাঞ্চিত করার প্রতিবাদে পুঠিয়ায় সংবাদ সম্মেলন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪ টার দিকে পুঠিয়া সাংবাদিক সমাজের কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী ছাত্রদল নেতা হুমায়ুন কবির। হুমায়ুন কবির তার বক্তব্যে বলেন, গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বানেশ্বর মাংস হাটায় জবাইকৃত গরুর পেটে বাচ্চা বের হয়েছে এই বিষয়ে জানতে পেরে বানেশ্বর বনিক সমিতির সামনে উপস্থিত।এ সময় পুঠিয়া প্রাণিসম্পদ অফিসার বক্তব্য দিচ্ছিলেন। তার বক্তব্য শেষে সাংবাদিকরা আমাকে কিছু বলার জন্য বললে আমি বলি আজকের এই অনাকাঙ্খিত বিষয় নিয়ে যা আলোচনা হচ্ছে এটার জন্য ইজারাদার ও বণিক সমিতির কিছু অবহেলা রয়েছে। তার কারণ হলো গত মাসের ২৫ তারিখে একই ভাবে মাংস হাটাই ভাইরাস সংক্রমিত অসুস্থ গরু জবাই করার সময় ধরা পড়ে এজন্য তাকে প্রশাসনিক ভাবে ৫ হাজার টাকা অর্থ দন্ডেদন্ডিত করেন। যদি কঠোরভাবে প্রসাশন ও হাট কমিটি পদক্ষেপ নিতেন তাহলে আজকে এমন কাজ করার সাহস পেত না। বাজার ইজারাদার ও বণিক সমিতির সম্মিলিত নেতৃত্ব না দেওয়ার জন্য বাজারে অনেক ঘটনা ঘটছে। নকল সিল দিয়ে তারা গরু জবাই করে এবং মাংস বিক্রি করে এর কোন প্রতিকার নেই। মাংস হাটার এই ১৫ বছরের সিন্ডিকেট আজো ভাঙতে পারেনি এটা সবার ব্যর্থতা বলে আমি মনে করি। প্রশাসনের তেমন কোন জোরালো ভুমিকা না থাকায় বানেশ্বর বাজার গ্রুপিং করে আওয়ামী লীগদের লোকজন নিয়ে নিজেদের দল ভারী করে বেশি দামে হাট নিয়ে আসছেন। এতে খাজনা বেশি নেওয়ার অভিযোগ আছে খাসি হাটা গরু হাটা থেকে বেশি খাজনা নেবার অভিযোগ আছে এই কথা বলতেই আমাকে বাঁধা এবং অকঁথ্য ভাষায় গালিগালাজ করে আমাকে ধাক্কা দিয়ে শারীরিক ভাবে লাঞ্চিত করে। এবং বানেশ্বর হাটে মাংস বিক্রেতা রিয়াজুল দীর্ঘদিন থেকে নিম্নমানের কমা, অসুস্থ এবং গর্ভবতী গরু বিক্রি করে আসছে। তার এই অনৈতিক কর্মকাণ্ডের সুস্থ তদন্তের মাধ্যমে এই সংবাদ সম্মেলন থেকে তার দৃষ্টান্তমূলক  শাস্তির দাবি জানাচ্ছি। এসময় উপস্থিত ছিলেন বানেশ্বর ইউনিয়ন ছাত্রদলেন সভাপতি সিজান আব্দুল্লাহ, বানেশ্বর ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেরাজ আলী, শিলমাড়িয়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, ভালুকগাছী ইউনিয়ন ছাত্র দলের সভাপতি রাজিবুল ইসলাম রাজিব, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক গোলাম কিবরিয়া, পুঠিয়া লস্করপুর ডিগ্রী কলেজ সাধারণ সম্পাদক ইমরান হোসেন, সিনিয়র যুগ্ম সম্পাদক সম্পাদক আশিক,  ভালুকগাছী ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জনি হোসেন, দপ্তর সম্পাদক সামি, বানেশ্বর ইউনিয়ন ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান,  বেলপুকুর ইউনিয়ন ছাত্র দলের সহসভাপতি সালমান, যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল, শিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের ছাত্র দলের সহ সাংগঠনিক সম্পাদক ফাইজুল ইসলাম প্রমখ।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট