আজাদ হোসেন আওলাদ মিয়া, নীলফামারী- নীলফামারীর কিশোরগঞ্জে বিএনপির চেয়ারপার্সন ও তিন তিন বারের সাবেক প্রধানমন্ত্রী গনতন্ত্রের মা’ বেগম খালেদা জিয়া’র ৮০ তম জন্মদিন এবং তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠিত হয়েছে, কিশোরগঞ্জ শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজ হলরুমে। শুক্রবার(১৫ আগষ্ট)বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সৈয়দপুর রাজনৈতিক জেলা’র যুগ্ম সাধারণ সম্পাদক ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক দলের সভাপতি মোঃ আব্দুল জলিল সুপার,
উপজেলা জিয়া মঞ্চের সভাপতি মোঃ আনার হোসেন আমীর, সহসভাপতি বাদশা আলমগীর,উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আহসান হাবীব ময়না,বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কিশোরগঞ্জ উপজেলা শাখা’র সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবু সাইদ,সদর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম লাল মিয়াসহ উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন ও উপজেলা জিয়া মঞ্চের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে মহান মুক্তিযুদ্ধে জীবন দানকারী বীর শহীদগণ,১৯৯০ সালের গনতান্ত্রিক আন্দোলনের শহীদ এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে প্রাণ বিসর্জন দানকারীদের রুহের মাগফিরাত কামনা করা হয়।
এছাড়াও আহতদের দ্রুত আরোগ্য মহান স্বাধীনতার প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এবং তার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকো দলের সকল নেতা-কর্মীদের রুহের মাগফিরাতের জন্য দোয়া করা হয়।