কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল শেষে মৌচাক যাত্রী ছাউনির নিচে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এ সময় নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে মৌচাক ইউনিয়ন বিএনপি সদ্য ঘোষিত পকেট কমিটি, অসাংবিধানিক অনির্বাচিত কমিটি বাতিলের দাবি জানান স্থানীয় নেতৃবৃন্দ। সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য বাবু বিধান কৃষ্ণ বর্মন। সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হারুন অর রশীদ, কালিয়াকৈর ডিগ্রী কলেজের সাবেক ভিপি শামীম হোসেন, গাজীপুর জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আলহাজ্ব উদ্দিন যুবরাজ, মৌচাক ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন, মৌচাক ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদ তালুকদার, গাজীপুর জেলা যুবদলের সাবেক সদস্য সচিব এ্যাড রফিকুল ইসলাম, এ্যাড আনিছুর রহমান, মৌচাক ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি এম এ করিম, মৌচাক ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক ওসমান গনী রাজু, ৮ নং ওর্য়াড বিএনপির সভাপতি রিপন মাহমুদ, ৭ নং ওর্য়াড বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসান সিকদার প্রমুখ। বক্তারা জানান, ত্যাগী নেতাদের বঞ্চিত করে আওয়ামী ধূসরদের নিয়ে মৌচাক ইউনিয়ন বিএনপির কমিটি গঠিত হয়েছে । মাঠ পর্য়ায়ে কর্মীদের বাদ রেখে পকেট কমিটি গঠন করা হয়েছে, আওয়ামী লীগের দালাল দিয়ে এ কমিটি গঠন করা হয়েছে, যারা জেল খেটেছে দীর্ঘদিন দলের জন্য কাজ করছে, তাদের বাদ রেখে এ কমিটি ঘোষণা করা হয়েছে এই কমিটি মানিনা না মানবো না। এই কমিটি বাতিল করে পুনরায় ত্যাগীদের দিয়ে নতুন কমিটি গঠন করতে হবে।