ফুলপুর প্রতিনিধি -গাজীপুরে সাংবাদিক আসাদু/জ্জামান তুহিন হ/ত্যায় জড়ি/তদের দ্রু/ত গ্রে/প্তার এবং সর্বো/চ্চ শা/স্তি ও সাংবাদিক সুর/ক্ষা আই/ন প্রনয়/নের দা/বীতে ফুলপুরে সাংবাদিকদের মান/ববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৪ টায় বাংলাদেশ মফ/স্বল সাংবাদিক ফো/রাম ফুলপুর উপজেলা শাখার আয়োজনে পৌরসভার গোল চত্ত্বরে মান/ববন্ধন টি অনুষ্ঠিত হয়। সংগঠনের ফুলপুর শাখার সভাপতি মিজানুর রহমান আকন্দের সভাপতিত্বে মানববন্ধনে এক/ত্বতা প্রকাশ করেন, ফুলপুরস্থ সিনিয়র সাংবাদিক হুমায়ুন কবির মুকুল, নুরুল আমিন, খলিলুর রহমান, সিদ্দিকুল হাসান, আব্দুল মান্নান প্রমুখ। সংঠগনের সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, মফস্বল সাংবাদিক ফোরামের উপজেলা সহ-সভাপতি সেলিম রানা, সাধারণ সম্পাদক আব্দুর রহমান রনি, যুগ্ম সম্পাদক জাহিদুল হক ইমন, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান রাজন, সদস্য খাদিমুল হাসান, হাদিয়াতুল ইসলাম উমরিদ প্রমুখ।