আহম্মদ কবির- গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ট্রাস্কফোর্সের একটি বিশেষ আভিযানিক দল সুনামগঞ্জের সুরমা নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসামগ্রী জব্দ করে।
রবিবার (৩ আগস্ট)জেলার সুরমা নদীর সাহেব বাড়ি নামক স্থানে ট্রাস্কফোর্সের অভিযানে মালিকবিহীন অবস্থায় এসব ভারতীয় পণ্যসামগ্রী জব্দ করা হয়।
সোমবার (৪আগস্ট)বিজিবি মিডিয়া সেল জানায গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুনামগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয় ও সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮-বিজিবি সহকারী পরিচালক,ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার রফিকুল ইসলাম এর নেতৃত্বে,বিজিবি সদস্যদের বিশেষ একটি আভিযানিক দল,ট্রাস্কফোর্সের অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১টি ইঞ্জিন চালিত কাঠ বডি নৌকাসহ ১২৫৮ পিস ভারতীয় শাড়ী,২২৩১মিটার পাঞ্জাবির কাপড়,১৬৯২ মিটার প্যান্টের কাপড় এবং ৫০২ পিস শেরওয়ানি জব্দ করে। জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ২কোটি,২৯লক্ষ,৫৫হাজার টাকা।
এ ব্যাপারে সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮-বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল জাকারিয়া কাদির জানান উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা,চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা স্থলপথের সাথে সাথে নৌপথেও অব্যাহত থাকবে। আটককৃত নৌকাসহ ভারতীয় শাড়ী,পাঞ্জাবির কাপড়,প্যান্টের কাপড় এবং শেরওয়ানি শুল্ক কার্যালয়,সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।