সুমন মাহমুদ শেখ জেলা প্রতিনিধি, নেত্রকোনা : নেত্রকোনার মদনে পল্লীবিদ্যুতের অবহেলায় ভেঙে গেল নিরব নামে এক এইচ.এস.সি পরীক্ষার্থীর স্বপ্ন। সোমবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে পরীক্ষায় অংশ নিতে পারেনি। প্রতিবেশী এক আত্মীয়ের বাড়িতে বোনের বিয়ের দাওয়াত দিতে গিয়ে মৈধাম গ্রামের পাট ক্ষেতে পল্লীবিদ্যুতের ছেঁড়া মেইন লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিরব গুরুতর আহয় হয়। তাৎক্ষনিক তাকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। নিরব বর্তমানে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা যায়, মদন উপজেলার চাঁনগাঁও ইউনিয়নের মৈধাম গ্রামের আয়াতুল মিয়ার ছেলে নিরব। সে মদন সরকারি হাজি আব্দুল আজিজ খান ডিগ্রী কলেজ থেকে এ বছর এইচ.এস.সি পরীক্ষায় অংশ নিয়েছে। শনিবার পার্শ্ববর্তী গ্রামে এক আত্মীয়র বাড়িতে বোনের বিয়ের দাওয়াত দিতে যাচ্ছিল নিবর। এ সময় পাট ক্ষেতে পড়ে থাকা পল্লীবিদ্যুতের ছেঁড়া মেইন লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিরব গুরুতর আহত হওয়ায় সোমবার সে তার এইচ.এস.সি পরীক্ষায় অংশ নিতে পারেনি। এ বিষয়ে আহত নিরবের বাবা আয়াতুল মিয়া বলেন, “আমার মেয়ের বিয়ের দাওয়াত দিতে গিয়ে পাট ক্ষেতে পড়ে থাকা পল্লীবিদ্যুতের ছিড়া তারে বিদ্যুদায়ীত হয়ে গুরুতর আহত হয়েছে। সে এখন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। আমার ছেলে মদন সরকারি হাজী আব্দুুল আজিজ খান ডিগ্রি কলেজ থেকে এ বছর এইচ.এস.সি পরীক্ষা দিচ্ছে। সোমবার একটি পরীক্ষায় সে অংশ নিতে পারেনি। এখন আমার ছেলের ভবিষ্যৎ কি হবে জানি না।” এ বিষয়ে স্থানীয় কয়েকজন জানান, দুই/তিন দিন আগে থেকে পল্লীবিদ্যুতের এই তারটি ছিঁড়ে পড়ে রয়েছে। এ বিষয়ে পল্লীবিদ্যুতের লোকজনকে বারবার অবগত করা হলেও তারা গাফিলতি করেছে। তাদের এমন গাফিলতির কারণেই নিরবের আজ এমন করুণ অবস্থা হয়েছে । এ বিষয়ে পল্লীবিদ্যুৎ সমিতির ডি.জি.এম মো. রফিকুল ইসলাম জানান, “পল্লীবিদ্যুৎ তারের সাথে চাঁনগাঁও ইউনিয়নের মৈধাম গ্রামের নিরব নামে একজন আহত হয়েছে। আমরা তার সার্বক্ষণিক খোঁজ-খবর রাখছি। এদিকে বিদ্যুৎ লাইন মেরামত করা হয়েছে।