এইচএম সাইফুল্লাহ্, নিজস্ব প্রতিনিধি:-ময়মনসিংহ-৯ নান্দাইল আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত প্রার্থী হিসেবে মুফতি সাইদুর রহমানের নাম ঘোষণা করা হয়েছে। সোমবার (১৪ জুলাই) দিবাগত রাতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী হিসেবে ময়মনসিংহ-৯ নান্দাইল আসনের প্রার্থী হিসেবে মুফতি সাইদুর রহমান এর নাম ঘোষণা করা হয়। দলটির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জিএম রুহুল আমিন তার নিজস্ব ফেইসবুক পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। মুফতি সাইদুর রহমান নান্দাইল পৌরসভার ৭ নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা। এর আগে তিনি আরো দুইবার এ আসনের এমপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করেছেন। ১৯৯৬ সালের নির্বাচনে ইসলামী ঐক্য জোটের প্রার্থী হিসেবে মিনার প্রতীকে নির্বাচনে অংশ নিয়ে আশানুরূপ ভোট পেয়েছিলেন। ২০১৮ সালে হাতপাখা প্রতীকে ২য় বার নির্বাচন করেলে নির্বাচনে আওয়ামিলীগের ভোট কারচুপির অভিযোগ এনে নির্বাচন বর্জন করেন।
দলটির নেতৃবৃন্দ জানায়, ময়মনসিংহ-৯ নান্দাইল আসনে বিগত ইউপি নির্বাচনে নান্দাইল উপজেলার ৯ ইউনিয়নে আমাদের চেয়ারম্যান প্রার্থী দিয়ে ২০ হাজারের কাছাকাছি ভোট পেয়েছিলাম। যদিও কোন ইউপিতে চেয়ারম্যান বিজয়ী হতে পারিনি, তবে তৎকালীন আওয়ামীলীগ এমপি তুহিন এর নিজ কেন্দ্রে নৌকাকে পেছনে ফেলে হাতপাখা বিজয়ী হয়ে নান্দাইলের রাজনীতিতে আলোড়ন সৃষ্টি করেছিলো। আমাদের প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে একটিভ কমিটি রয়েছে, যার ফলে আমরা সর্বদাই জনগণের দুঃখ-সুখে তাদের পাশে দাঁড়াতে পারি। আগামী সংসদ নির্বাচনে আমরা জনগণের ভালোবাসাকে পুঁজি করে ভালো অবস্থানে থাকবো বলে জানান দলটির উপজেলা সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান পলাশ।