কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি-গাজীপুরের কালিয়াকৈর উপজেলার টান কালিয়াকৈর এলাকায় মাটি ও জমির ব্যবসা সংক্রান্ত বিরুদ্ধে জেরে প্রতিবেশীর হামলায় গিয়াস উদ্দিন ও তার স্ত্রী জোসনা বেগমকে মারধরের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জোসনা বেগম বাদী হয়ে Fragrance থানায় একটি অভিযোগ দায়ের করেন।ঘটনাটি ঘটিয়েছে টান কালিয়াকৈর এলাকায় হামিদ এর ছেলে সোহেল রানা।
অভিযোগ, পরিবার, এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে গিয়াস উদ্দিন এর সাথে সোহেল রানা মাটি ও জমির ব্যবসা বানিজ্য করেন। তারই ধারাবাহিকতায় সোমবার সকালে গিয়াস উদ্দিন সোহেল এর টাকা চাহিলে অকথ্য ভাষায় গালিগালাজ করে । একপর্যায়ে মারধর করেন সোহেল রানা । তাই গিয়াস উদ্দিন এর স্ত্রী জোসনা বেগম বাদী হয়ে কালিয়াকৈর থানায় অভিযোগ দায়ের করেন।
কালিয়াকৈরে থানার ডিউটি অফিসার এস আই পলি আক্তার জানান, অভিযোগ পেয়েছি।তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে