কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি -এসএসসি পরীক্ষায় ধর্ম বিষয়ে পরীক্ষা দিয়ে কৃষিতে ফেল করেছে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালযের কারিগরি শিক্ষা বোর্ড (ভোকেশনাল) পরিক্ষাথী শিশির চন্দ্র মনি দাস। গত ২০২৪ সনে এসএসসি পরীক্ষায় কৃষিতে কৃতকার্য হয়েছে এবং ধর্মে অকৃতকার্য হয়েছে। অথচ ধর্মে এক বিষয়ে পরিক্ষা দিয়ে ২০২৫ সনে এস এস সি পরীক্ষায় অংশ নেয়৷ তবে ফলাফল প্রকাশ হলে দেখা যায় তিনি ধর্ম বিষয়ে পাশ করলেও ফেল করেছে কৃষিতে। শিক্ষার্থী শিশির বলেন, আমি গতবছর ধর্মে একটি সমস্যার কারনে ফেল করেছি৷ এবছর আবার পরীক্ষা দেই।ফলাফলে দেখতে পাই আমি ধর্মে ঠিকই পাশ করেছি কিন্তু কৃষিতে ফেল আসছে৷ আমি এখন কিভাবে কি করবো বুঝতে পারছি না৷
ঘটনার সত্যতা নিশ্চিত করে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম বলেন, যে বিষয়ে পরীক্ষা দিয়েছে সেটায় কৃতকার্য হলেও অন্য একটি বিষয়ে অকৃতকার্য এসেছে। এই সমস্যাটি বোর্ডের সমস্যার কারনে হয়েছে। আমাদের বিদ্যালয়ের কোন বিষয় নয়। বিষয়টি জানার পর ওই শিক্ষার্থীর কাগজপত্র নিয়ে আজ বোর্ডে যাওয়া হয়েছে। আশা করছি সংশোধন হয়ে যাবে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শওকত আকবর খান জানান, শিশিরের ফেল করার বিষয়ে আমি অবগত নয়। আপনি প্রতিষ্ঠান প্রধানের সাথে কথা বলুন।