কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:- গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর ইউনিয়ন বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বোর্ডঘর এলাকায় এ কর্মসূচি পালন করে ইউনিয়ন বিএনপির সাবেক নেতৃবৃন্দ ও দলীয় নেতাকর্মীরা।পথসভায় সভাপতিত্ব করেন সূত্রাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুরুল আমিন। সঞ্চালনায় ছিলেন এমারত হোসেন বাবলু।বক্তারা অভিযোগ করেন, ইউনিয়ন বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি দলীয় গঠনতন্ত্র লঙ্ঘন করে অবৈধভাবে গঠন করা হয়েছে। ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের উপেক্ষা করে গঠিত এ কমিটিকে "মানি না, মানব না"— এই স্লোগানে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। এ সময় উপস্থিত ছিলেন, কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি আজিবর রহমান মাস্টার,সাবেক যুগ্ন সম্পাদক সানোয়ার হোসেন মাস্টার, সাবেক সহ সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ, সাবেক সহ সাধারণ সম্পাদক আলমগীর হোসেন,সাবেক স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক আওলাদ হোসেন, সূত্রাপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি রমজান আলী খান রঞ্জু, সূত্রাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম খান, সূত্রাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মনির হোসেন সহ
ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল দল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।