কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃগাজীপুরের কাপাসিয়ায় মৎস্য বিভাগের উদ্যোগে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত সরকারিভাবে নিষিদ্ধ চায়না ম্যাজিক চাই ও জাল উদ্ধার করে ধ্বংস করেছেন। ৮ জুলাই মঙ্গলবার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নূরুল আমিনের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
উপজেলা মৎস্য অফিস সূত্র জানায়, মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইন ১৯৫০ ধারায় উপজেলার কড়িহাতা ইউনিয়নের ইকুরিয়া স্লুইস গেট সংলগ্ন খালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। এতে সরকারিভাবে নিষিদ্ধ ২৫ টি চায়না দোয়ারি/ম্যাজিক চাই জাল জব্দ করা হয় এবং তা পুড়িয়ে ধ্বংস করা হয়। আটককৃত আনুমানিক এক লাখ টাকা মূল্যের এক হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আশরাফুল্লাহ। এছাড়া কাপাসিয়া থানা পুলিশ সার্বিক ভাবে সহযোগিতা করেন। আগামী ২২-২৮ জুলাই মৎস্য পক্ষ উপলক্ষে এরকম অভিযান অব্যাহত থাকবে বলে সূত্র জানায়।