1. sraban1982@gmail.com : পল্লী বার্তা ২৪ :
  2. info@www.pollybarta24.com : পল্লী বার্তা ২৪ :
মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৬ অপরাহ্ন
সর্বশেষ :
সুনামগঞ্জে বিজিবি”র অভিযানে  ১২টি ভারতীয় গরু আটক প্যালেস্টাইন টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে ওরিয়েন্টেশন ও মতবিনিময়  মোহনগঞ্জে গণ অধিকার পরিষদের আহ্বায়ক কমিটি গঠন কালিয়াকৈরে শিল্প পণ্য ও বানিজ্য মেলা মাদকবিহীন, নিরাপত্তার চাদরে ঘেরা পুঠিয়ায় মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ কারেন্ট জাল ওচাইনা জাল  জব্দ ও ধ্বংস  পুঠিয়ায় ছাত্রদল নেতাকে লাঞ্ছিত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন পুনর্বাসনের ব্যবস্থা না করে ফুটপাতের প্রায় ৪শ দোকান উচ্ছেদ ফুলপুর উপজেলার বওলা ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত নলছিটিতে এতিমদের মাঝে খাদ্যসামগ্রি বিতরণ বকশীগঞ্জে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়েরের প্রতিবাদে মানববন্ধন 

বাকচান্দা আব্দুস সামাদ একাডেমির পুনর্মিলনী

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:- ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার ঐতিহ্যবাহী বাকচান্দা আব্দুস সামাদ একাডেমির সাবেক শিক্ষার্থীদের (প্রতিষ্ঠাকালীন থেকে ২৪ ব্যাচ ) নিয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো পুনর্মিলনী উৎসব। গত ৮ জুন ২০২৫ তারিখ পবিত্র ঈদুল আযহার পরের দিন বিদ্যালয় মাঠে অত্যান্ত জাকজমকপূ্র্ণ ও আনন্দঘন পরিবেশে পুনর্মিলন উৎসব অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জনাব সুলতান আহমদ এর সভাপতিত্ব এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে অধ্যয়নরত মোস্তাফিজুর রহমান রাফি (ব্যাচ-২০২০) ও কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজে অধ্যয়নরত বিদ্যালয়ের সাবেক বিতার্কিক মাহফুজা আক্তার মুনা’র (ব্যাচ-২০১৭) সঞ্চালনায় স্বাগত বক্তব্য প্রধান করেন আহবায়ক কমিটির সদস্য যথাক্রমে- বাংলাদেশ রেলওয়ের সিনিয়র রানিং ইন্সপেক্টর ( ব্যাচ- ২০০৩) জনাব আব্দুস ছাত্তার ও সহকারী কর কমিশনার ( ব্যাচ-২০০৬) জনাব নাজিরুল ইসলাম নাদিম।

এছাড়াও ১৯৯২ ব্যাচ থেকে ডাক্তার উলফাতুল করিম তুহিন, ১৯৯৬ ব্যাচ থেকে কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক জনাব জামাল উদ্দিন, ১৯৯৯ ব্যাচ থেকে জনাব ফারুক আল মামুন, ২০০১ ব্যাচ থেকে জনাব সাইফুল ইসলাম আরজু, ২০০২ ব্যাচ থেকে জনাব নাসির উদ্দিন মাস্টার, ২০০৩ ব্যাচ থেকে জনাব মো: মতিউর রহমান মানিক, ২০০৪ ব্যাচ থেকে জনাব জাহাঙ্গীর আলম, ২০০৫ ব্যাচ থেকে সহকারী অধ্যাপক জনাব গোলাম কিবরিয়া তোফায়েল, ২০০৬ ব্যাচ থেকে জনাব জান্নাতুল নাঈম খান রিকছন, ২০০৭ ব্যাচ থেকে জনাব মো: শরিফুল ইসলাম সুমন, ২০০৮ ব্যাচ থেকে মেহেদী হাসান সুমন, ২০১১ ব্যাচ থেকে জনাব ইসলাম উদ্দিনসহ বিভিন্ন ব্যাচ থেকে সাবেক অনেক সিনিয়র-জুনিয়র শিক্ষার্থীরা নিজ নিজ ব্যাচ প্রতিনিধি হিসেবে স্মৃতিচারণমূলক বক্তব্য প্রদান করেন।
তাছাড়া প্রতিষ্ঠাতা পরিবার থেকে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম আবদুল মালেক মাস্টার সাহেবের ছেলে জনাব মাহমুদুল হাসান রুনু ও দৌহিত্র লে. কর্ণেল জনাব ইউসুফ স্মৃতিচারণ ও ধন্যবাদসূচক বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে আয়োজক কমিটির পক্ষ থেকে প্রতিষ্ঠাতাসহ বিদ্যালয়ের শুরু থেকে পাঠদানে জড়িত সকল শিক্ষক-শিক্ষিকাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এবং ২০০৩ ব্যাচের পক্ষ থেকে বিদ্যালয়ের কর্মরত শিক্ষক-শিক্ষিকাদের বিশেষ উপহার, ২০০৭ ব্যাচের পক্ষ থেকে অংশগ্রহণকারী সকলের জন্য পুনর্মিলনীর লঘু সম্বলিত মগ ও হাতের ব্যাচলেট, ZSRM কোম্পানির পক্ষ থেকে একটি করে টি-শার্ট এবং সাবেক শিক্ষক জনাব বিপ্লব চন্দ্র দাশ এর পক্ষ থেকে একটি করে ফলজ গাছের চারা বিতরণ করা হয়।
বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে সকলের মনোরঞ্জন করা হয়। অনুষ্ঠানে আগত সাবেক শিক্ষক প্রয়াত জনাব শামসুল হক মাস্টার এর ছেলে ডিজিএফআই এর উপ-পরিচালক জনাব আজিজুল হক শামীম তাঁর বাবার সম্মাননা ক্রেস্ট গ্রহণ করতে এসে অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্টি প্রকাশ করেন তাছাড়া অর্থ কমিটির প্রধান সাবেক ছাত্র কাটবাড়িয়া এআর খান উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব আসাদ মাস্টার এই পুনর্মিলনী উৎসবকে জেলার শ্রেষ্ঠ অনুষ্ঠান বলে আখ্যায়িত করেন।ন২০০৩ ব্যাচের শিক্ষার্থী ও বাকচান্দা আব্দুস সামাদ একাডেমি’র সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন এই পুনর্মিলনী অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন করায় যারা প্রকাশ্যে ও অন্তরালে ভূমিকা পালন করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন এবং ভবিষ্যতে সকলকে পাশে পাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন। অনুষ্ঠানটি এলাকার মানুষের মনে খুশীর বন্যা বয়ে দিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট