ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ- কৃষিতে আরো উন্নত স্বনির্ভর বাংলাদেশ গড়তে এবং আধুনিক মানসম্পন্ন ফসল উৎপাদনের লক্ষ্যে স্বনামধন্য প্রতিষ্ঠান ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি) কর্মসূচির উদ্যোগে সেন্ট্রাল-১ ডিভিশনের গাজীপুর অঞ্চলের ভালুকা এলাকায় ১০০জন কৃষককে উন্নত মানসম্পন্ন আমন ধানের বীজ বিনামূল্যে বিতরণের ধারাবাহিকতায় কৃষকদের আমন ধানের বীজ বিতরণ করা হয়। ২৮শে মে বুধবার সকালে ভালুকা উপজেলার মল্লিকবাড়ী ব্র্যাক শাখা অফিস কার্যালয়ে বীজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত কৃষকদের মাঝে ব্র্যাক সম্পর্কে এবং ব্র্যাক আমন বীজ সম্পর্কে পূর্ণ ধারণা/ট্রেনিং দেয়া হয় এবং কৃষকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়া হয়। এসময় বিনামূল্যে আমন ধান বীজ বিতরণ কার্যক্রমের সময় উপস্থিত ছিলেন, গাজীপুর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) মোঃ আনোয়ার হোসেন, এলাকা ব্যবস্থাপক (দাবি) মোহাম্মদ আনিছুর রহমান, মোঃ সাজ্জাদ হোসেন, এ এম প্রগতি, নূরুন নাহার শাখা ব্যবস্থাপক (দাবি) এবং এক্সটেনশন অফিসার মোঃ সাহাদাত হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন। এসময় প্রান্তিক কৃষকরা বিনামূল্যে ব্র্যাকের আমন বীজ পেয়ে উপস্থিত সকলেই ব্র্যাকের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। ব্র্যাক দাবি কর্মসূচির এমন মহৎ উদ্যোগকে সকলেই সাধুবাদ জানিয়েছেন।