1. sraban1982@gmail.com : পল্লী বার্তা ২৪ :
  2. info@www.pollybarta24.com : পল্লী বার্তা ২৪ :
বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ০৭:২২ অপরাহ্ন
সর্বশেষ :

নেত্রকোনায় অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার

তানিম খান
  • প্রকাশিত: বুধবার, ২৮ মে, ২০২৫
  • ৪ বার পড়া হয়েছে

তানিম খানঃ- নেত্রকোনার মোহনগঞ্জে ইদু মিয়া (১৯) নামে এক তরুণ অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সুয়াইর ইউনিয়নের আদর্শ নগর আশ্রয়ণ প্রকল্প এলাকার একটি পরিত্যক্ত ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ইদু মিয়া ছিলেন ওই আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা ও মৃত আঞ্জব আলীর ছেলে। পুলিশ জানিয়েছে, নিহতের গলা ও বুকে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে, যা হত্যাকাণ্ডের নৃশংসতা ফুটিয়ে তোলে।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আমরা ঘটনার পেছনের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছি।”

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ৯টার দিকে রাতের খাবার শেষে ইদু মিয়া তার ছোট ভাইয়ের সঙ্গে ঘুমাতে যান। কিছুক্ষণ পরই একটি ফোনকল পেয়ে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে যান তিনি। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

পরদিন সকালে খোঁজাখুঁজির পর তার পরিবারের সদস্যরা আশ্রয়ণ প্রকল্প এলাকার একটি পরিত্যক্ত ঘরে তার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের পেছনে কী উদ্দেশ্য রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। শিগগিরই হত্যার রহস্য উদঘাটনের আশ্বাস দিয়েছেন ওসি আমিনুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট