পুঠিয়া (রাজশাহী)প্রতিনিধিঃ- পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী সেজে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসময় প্যাথোরোজী বিভাগের রশিদ ছাড়া নগদ টাকা হাতে নেওয়াসহ বেশ কিছু অনিয়ন ও দুর্নীতির প্রমাণ পেয়েছে। এছাড়াও সফটওয়ার থাকা সত্তেও কাচা রশিদের মাধ্যমে টাকা নেওয়ার প্রমাণ পেয়েছে কর্তকর্তারা।রবিবার (২৫ মে) সকাল ১০ থেকে বিকাল ৪ টা পর্যন্ত টানা ৬ ঘন্টা এ অভিযান পরিচালনা করে দুদক রাজশাহীর সমন্বিত জেলা কায়ালয়ের একটি দল। অভিযানের শুরুতেই রোগী সেজে স্বাস্থ্য কমপ্লেক্সে তথ্য সংগ্রহের পর সরাসরি অভিযান চালিয়েছেন। অভিযানে স্বাস্থ্য কমপ্লেক্সে প্যাথোলজী বিভাগের রশিদ ছাড়া টাকা নেওয়া, জেনারেটর না চালানো, তিনটি কেবিনের মধ্যে একটি কেবিন স্টোর হিসেবে ব্যবহার ও উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সের পুরুষ ওয়ার্ডের বাথরুমের দরজা না থাকা ও বাথরুম অপরিস্কার দেখতে পান। অভিযানের সময় দুদকের কর্মকর্তাগণ উপজেলা স্বাস্থ্য কপ্লেক্সের শিশু ওয়ার্ডসহ নারী ও পুরুষ ওয়ার্ড ঘুরে দেখেন।রাজশাহী সমিন্বত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসেন বলেন, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রুগী সেজে সেবাগ্রহীতা হিসেবে প্রথমে স্বাস্থ্য কমপ্লের বিভিন্ন স্থান পরিদর্শন করি। তারপর বিভিন্ন শাখায় গিয়ে আমরা অনিয়ন দেখতে পাই। এসব তথ্য কর্তপক্ষের কাছে পাঠানো হবে। অনুমতি পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে এ কর্মকর্তা জানান।.দুদকের এ অভিযানে আরো উপস্থিত ছিলেন, রাজশাহী সমিন্বত জেলা কার্যালয়ের উপ সহকারী পরিচালক বোরহান উদ্দিন ও নাদিরা বেগম।