কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃগাজীপুর জেলার কাপাসিয়া উপজেলা ব্র্যাক শিখা প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ মে বৃহস্পতিবার দুপুরে কাপাসিয়া উপজেলা পরিষদের সভাকক্ষে এ ওরিয়েন্টেশন হয়। ব্র্যাক জেলা সমন্বয়ক আবু জাফরের সভাপতিত্বে এবং শিখা প্রকল্পের টেকনিক্যাল ম্যানেজার মো.হাবিবুর রহমান পরিচালনায় ওরিয়েন্টেশনে প্রধান অতিথি ছিলেন কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার ডাঃ তামান্না তাসনীম।অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাকের কর্মকর্তা হামিদা আহসান। বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো আরিফ সরকার, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, উপজেলা যুব উন্নয়ন অফিসার এজাজ মিয়া, প্রধান শিক্ষক আফরোজা সুলতানা,সাংবাদিক নূরুল আমীন সিকদার ব্র্যাকের হাবিবুর রহমান, তাজুল ইসলাম, ফারহানা তাজনিন,রামচন্দ্র দাস,। পাবলিক প্লেস,শিক্ষা প্রতিষ্ঠান, কর্মক্ষত্র এবং আনলাইন প্লাটফর্মে,বিশেষ করে নারী ও মেয়েদের জন্য যৌন হয়রানি ও লিঙ্গ ভিত্তিক সহিংসতা মোকাবেলার জন্য প্রতিরোধ এবং সহায়তা ব্যবস্হা শক্তিশালী করা প্রকল্পের উদ্দেশ্য।