কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কাপাসিয়া উপজেলার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) উদ্যোগে গ্রামভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণের চতুর্থ ধাপের দশ দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। ১৮ মে হতে ২৯ মে পর্যন্ত কড়িহাতা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণ চলবে।
এই প্রশিক্ষণ কর্মসূচির মূল লক্ষ্য হলো গ্রামাঞ্চলের জনগণকে জাতীয় নিরাপত্তা ও উন্নয়নে অংশগ্রহণে সক্ষম করে তোলা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং আত্মনির্ভরশীলতা অর্জনে উদ্বুদ্ধ করা। দশ দিনব্যাপী এই প্রশিক্ষণে কড়িহাতা ইউনিয়নের ৩২ জন পুরুষ ৩২ জন মহিলা ভিডিপি সদস্য অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ প্রদান করেন কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহমুদুল হাসান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা জুয়েনা আক্তার, উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক মোঃ মোর্শেদ আলম সহ আনসার ভিডিপির অন্যান্য সদস্যবৃন্দ। প্রশিক্ষণের বিভিন্ন বিষয়বস্তু অন্তর্ভুক্ত ছিল:নাগরিক দায়িত্ব ও কর্তব্য,সমাজ উন্নয়ন কার্যক্রমে অংশগ্রহণ প্রাথমিক চিকিৎসা ও দুর্যোগ ব্যবস্থাপনা,পারিবারিক সহিংসতা রোধ,মাদকবিরোধী সচেতনতা,ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়ন ও আত্মকর্মসংস্থান বিষয়ক প্রশিক্ষণ,শৃঙ্খলা ও দলগত কার্যক্রমের গুরুত্ব সহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে। প্রশিক্ষণের শেষ দিনে এক সংক্ষিপ্ত সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হবে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট প্রদান করবেন উপজেলা নির্বাহী অফিসার তামান্না তাসনীম।