তানিম খান , নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আমিনুল ইসলামের অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসী।
২০ মে মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার আদর্শনগর এলাকায় অবস্থিত কলেজ প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা অধ্যক্ষ আমিনুল ইসলামের বিরুদ্ধে কলেজের অর্থ আত্মসাৎ, শিক্ষক ও কর্মচারীদের সঙ্গে অশোভন আচরণ, স্বেচ্ছাচারিতা ও শিক্ষার্থীদের হয়রানির অভিযোগ আনেন। তারা অভিযোগ করে বলেন, অধ্যক্ষের অনিয়মের কারণে কলেজের স্বাভাবিক পরিবেশ নষ্ট হচ্ছে।
মানববন্ধন শেষে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলে তারা অধ্যক্ষের অপসারণ দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং তাঁর বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
এ বিষয়ে শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আমিনুল ইসলাম বলেন, “শান্তিপূর্ণ আন্দোলনে আমার আপত্তি নেই। কিন্তু তারা আমার অফিস কক্ষের তালা লাগিয়ে দিয়েছে এবং অফিসের সামনে থেকে আমার নেমপ্লেট খুলে নিয়েছে। আমার বিরুদ্ধে যেসব অভিযোগ তোলা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা। আমি চাই সুষ্ঠু তদন্ত হোক—আমি দোষী হলে শাস্তি মেনে নেব, তবে অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে অভিযোকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হোক।”
তিনি আরও দাবি করেন, “কলেজের কয়েকজন শিক্ষক আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। তারা আগেই কমিটির কাছে শাস্তিপ্রাপ্ত। নিজেদের রক্ষা করতেই এখন শিক্ষার্থীদের ব্যবহার করে এমন পরিস্থিতি তৈরি করছেন।”
এ প্রতিবেদন লেখা পর্যন্ত কলেজ প্রশাসনের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।