কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি- গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢাকা -টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট সরিয়ে নিতে রবিবার বিকেলে মাইকিং করেছে নাওজোড় হাইওয়ে পুলিশ। মহাসড়কের বিভিন্ন অংশে মাইকিং করে দোকানদারদের ফুটপাত খালি করার নির্দেশ দেন হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রইচ উদ্দিন। নাওজোড় হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়,
সামনে ঈদুল আযহা কে সামনে রেখে ফুটপাত দখলের কারণে পথচারী ও যানবাহনের চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছে।এ অবস্থায় বারবার সতর্ক করা সত্ত্বেও অনেকে অবৈধভাবে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। ওসি রইচ উদ্দিন বলেন, এর আগেও আমরা একাধিকবার মৌখিকভাবে সতর্ক করেছি।তাই এবার মাইকিংয়ের মাধ্যমে সবাইকে সতর্ক করা হচ্ছে। এরপরও যারা ফুটপাত দখল করে রাখবেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।