কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি – গাজীপুরের কালিয়াকৈরে উপজেলায় বৃহস্পতিবার বিকালে গোলাম নবী হাই স্কুল মার্কেট ( সিংগার শো রুমের ২য় তলা) বাজার রোডে বিপ্লব ইলেকট্রনিক্স এ র্যাংগস ইলেকট্রনিক্স এর শোরুম উদ্বোধন করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ,
বিপ্লব ইলেকট্রনিক্স এর এম ডি বিপ্লব সিকদার এবং র্যাংগস হেড অফ (সেলস) কাজী রফিকুল ইসলাম, জেনারেল ম্যানেজার এইচ আর এস, রবিউল আলম, এ জি এম হুমায়ুন কবির, প্রোডাক্ট ম্যানেজার জোবায়েদ, বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান ও আরফান আলী, কাদের ইলেকট্রনিক্স এর ব্যবস্থাপনা পরিচালক হাজ্বী মোঃ আব্দুল কাদের, উপজেলা বিএনপির সহ সভাপতি ৃশাহজাহান সিরাজ, কালিয়াকৈর পৌর ১ নং ওর্য়াড বিএনপির সাধারণ সম্পাদক রাজ্জাক সরকার ও সাংগঠনিক সম্পাদক আশরাফুল আশু প্রমুখ।
র্যাংগস ইলেকট্রনিক্স শোরুমে পাওয়া যাবে সেরা মানের সেরা পণ্য ও অফিসিয়াল পণ্য, নির্ভরযোগ্য পণ্য সেবার নিশ্চয়তা নিয়ে ইলেক্ট্রোলাক্স, কেলবিনেটর, র্যাংগস, ফিলিপ্স সহ বিশ্বমানের ইলেকট্রনিক্স ব্যান্ডের সমাহার। উদ্বোধন উপলক্ষে থাকবে আকর্ষণীয় ডিসকাউন্ট ও ফ্রি গিফট সহ আরো অনেক চমক।