কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:- গাজীপুরের কালিয়াকৈর উপজেলার অলিয়ারচালা এলাকায় 'সিয়াম ফিসারিজ' নামক একটি মৎস্য খামারে হামলা লুটপাট ও অগ্নি সংযোগ এর প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে এ ঘটনায় খামারের ব্যবস্থাপক মোঃ বাহারুল ইসলাম উপজেলার অলিয়ারচালা সিয়াম ফিসারিজ নামক মৎস্য খামারে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত অভিযোগ তুলে ধরেন। সংবাদ সম্মেলনে তিনি , অলিয়ারচালা ও আশপাশের এলাকার প্রায় ৩৬০ বিঘা জমি ভাড়া নিয়ে ‘সিয়াম ফিসারিজ’ নামে বৃহৎ পরিসরে মাছ চাষ করে আসছেন তার মালিকপক্ষ। তিনি দীর্ঘদিন যাবৎ এই খামারের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন। তার দাবি, খামারের সফলতা দেখে একই এলাকার একটি প্রভাবশালী মহল ঈর্ষান্বিত হয়ে মালিকের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে। গতকাল মঙ্গলবার দুপুরে তারা দেশীয় অস্ত্র নিয়ে খামারে অনধিকার প্রবেশ করে অফিস কক্ষ থেকে স্টাফ ইব্রাহিম হোসেনকে বের করে দেয় অফিসে থাকা ২০ লাখ টাকা জোরপূর্বক নিয়ে যায়। এরপর খামারের তিনটি পাহারাদারদের ঘরে আগুন ধরিয়ে দেয়, যাতে প্রায় দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। প্রতিবাদ করতে এলে পথচারী বাবুল মিয়াকেও মারধর করে গুরুতর আহত করা হয়।
এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিয়াম মৎস্য খামারের সাধারণ সম্পাদক সাহাবুল সিকদার, কোষাধ্যক্ষ এস এম ময়দুল ইসলাম শিপন, সদস্য হাজ্বী জালাল উদ্দিন, সামসুল আলম, মো : শাহজাহান মাষ্টার, বাবুল মিয়া, মজিবুর রহমান, চাঁনমিয়া মুন্সি, আবু তাহের প্রমুখ।