কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি-গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর দক্ষিণপাড়া এলাকায় মঙ্গলবার রাতে গজারি বন সংলগ্ন স্থান থেকে এক অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, দুই দিন আগে ওই অজ্ঞাত ব্যক্তি অসুস্থ ও অস্বাভাবিক অবস্থায় কালামপুর দক্ষিণপাড়া এলাকায় ঘোরাফেরা করছিলেন। তাকে দেখে এলাকাবাসী ধারণা করেন, তিনি মানসিক ভারসাম্যহীন ও অসুস্থ। পরে তারা সহানুভূতির বশে তার চিকিৎসার জন্য কিছু অর্থ সংগ্রহ করেন। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে হঠাৎ তার মৃত্যু হলে এলাকাবাসী ৯৯৯ নম্বরে ফোন করেন কালিয়াকৈর থানা পুলিশ ৯৯৯ নম্বরে কল পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) শহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করি। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো প্রক্রিয়া দিন বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।