1. sraban1982@gmail.com : পল্লী বার্তা ২৪ :
  2. info@www.pollybarta24.com : পল্লী বার্তা ২৪ :
মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৮ অপরাহ্ন
সর্বশেষ :
সুনামগঞ্জে বিজিবি”র অভিযানে  ১২টি ভারতীয় গরু আটক প্যালেস্টাইন টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে ওরিয়েন্টেশন ও মতবিনিময়  মোহনগঞ্জে গণ অধিকার পরিষদের আহ্বায়ক কমিটি গঠন কালিয়াকৈরে শিল্প পণ্য ও বানিজ্য মেলা মাদকবিহীন, নিরাপত্তার চাদরে ঘেরা পুঠিয়ায় মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ কারেন্ট জাল ওচাইনা জাল  জব্দ ও ধ্বংস  পুঠিয়ায় ছাত্রদল নেতাকে লাঞ্ছিত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন পুনর্বাসনের ব্যবস্থা না করে ফুটপাতের প্রায় ৪শ দোকান উচ্ছেদ ফুলপুর উপজেলার বওলা ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত নলছিটিতে এতিমদের মাঝে খাদ্যসামগ্রি বিতরণ বকশীগঞ্জে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়েরের প্রতিবাদে মানববন্ধন 

বকশীগঞ্জে বিষাক্ত আগাছা নাশক ছিটিয়ে ধান নষ্ট, ডুকরে কাঁদছেন কৃষক আতোয়ারের পরিবার

জিএম ফাতিউল হাফিজ বাবু বকশীগঞ্জ, জামালপুর
  • প্রকাশিত: সোমবার, ১২ মে, ২০২৫
  • ৬০ বার পড়া হয়েছে

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি- এক বার নয় দু বার নয় টানা পাঁচ বার বিষাক্ত আগাছা নাশক ছিটিয়ে ফসল নষ্ট করা হয়েছে। দুই বছর ধরে উৎপাদিত ফসল ঘরে তুলতে পারেন নি কৃষক আতোয়ার হোসেন। সেই কষ্ট বুকে চাপা দিয়ে এবারও তিন বিঘা জমিতে বোরো ধান চাষ করেছিলেন তিনি। এবারও শেষ রক্ষা হয়নি। ধান পাকার অপেক্ষায় ছিল আতোয়ারের পরিবার। স্বপ্ন ছিল এবার ধান কেটে বাড়িতে নিতে পারবেন তিনি। কিন্তু বাঁধ সাধে পুরনো শকুন। ক্ষুদ্র কৃষক আতোয়ারের স্বপ্ন চূর্ণ বিচূর্ণ করে এবারও আগাছা নাশক ছিটিয়ে বিনষ্ট করা হয়েছে তার তিন বিঘা জমির ধান। গত মঙ্গলবার (৬ মে) রাতে কে বা কারা তার তিন বিঘা জমির ধান ক্ষেতে ছিটান বিষাক্ত আগাছা নাশক। এর পরদিন থেকেই মরতে শুরু করে ধান ক্ষেতটি। দুই দিন না যেতেই স্পষ্ট হয়ে উঠে বিষাক্ত আগাছা নাশকের ক্ষত চিহ্ন।

ঘটনাটি ঘটেছে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের বালুরচর গ্রামে।
খোঁজ নিয়ে জানা গেছে, ধার দেনা করে চলতি বোরো মওসুমে তিন বিঘা জমিতে ধান চাষ করেছিলেন ক্ষুদ্র কৃষক আতোয়ার হোসেন। কিন্তু প্রতিবারের ন্যায় এবারও সেই জমিতে বিষাক্ত নাশক ছিটিয়ে নষ্ট করা হয় ধান ক্ষেত। মঙ্গলবার (৬ মে) গভীর রাতে কে বা কারা এসব আগাছা নাশক ছেটান। এরপর থেকে সোনালী ধান ক্ষেত বিবর্ণ রূপ ধারণ করে। দুই দিন পর ধান ক্ষেত সাদা সাদা ও বিবর্ণ হয়ে উঠে। ধান ক্ষেতটি পুরোপুরি নষ্ট হয়ে পড়লে হতাশা দেখা দেয় কৃষক আতোয়ারের পরিবারে। এমন কান্ডে ক্ষোভ দেখা দেয় পুরো এলাকার মানুষের মধ্যে।
এখন ধান ক্ষেতের পাশে বসে ডুকরে কাঁদেন আতোয়ারের স্ত্রী তাসলিমা বেগম।
এই তিন বিঘা জমি চাষ করেই বাবা, স্ত্রী,তিন সন্তান নিয়ে কোন রকম সংসার চালান আতোয়ার। এখন কিভাবে সংসার চালাবেন সেই চিন্তায় সময় কাটছে তার। একে একে পাঁচ বার ফসল নষ্ট করায় কৃষক আতোয়ারের চোখে মুখে এখন শুধুই হতাশার ছাপ। গত দুই বছরে এক টাকার ফসলও ঘরে তুলতে পারেন নি তিনি। অথচ দিন রাত পরিশ্রম করেছন সোনালী ফসল ঘরে তুলতে। কিন্তু মানুষরূপী অমানুষরা সেই স্বপ্ন চূর্ণ বিচূর্ণ করে দিয়েছেন।
কৃষক আতোয়ার হোসেন জানান, গত দুই বছরে আমার জমির পাঁচটি ফসলে বিষ দিয়ে নষ্ট করা হয়েছে। আমার বাড়ির সামনে থেকে গরু চুরি করা হয়েছে। দুই বছরে আবাদ করতে গিয়ে দুই লাখ টাকার ঋণ গ্রস্ত হয়েছি। ফসল গুলো ঘরে তুলতে পারলে পরিবার নিয়ে বাঁচতে পারতাম। এখন কি করব বুঝতি পারছি না।
স্থানীয় বালুরচর গ্রামের ফুলু মিয়া, গুলজেহার আলী,নবী হোসেন , কালাম মিয়া জানান, আতোয়ার একজন গরিব কৃষক। অন্যের জমি বর্গা নিয়ে চাষাবাদ করেন। কিন্তু দুবৃর্ত্তের হিংসার আগুনে নি:স্ব হয়ে পড়েছেন আতোয়ার হোসেন। তার সাথে যে ঘটনা ঘটেছে তা খুবই অমানবিক। আমরা এর বিচার চাই।
আতোয়ারের স্ত্রী তাসলিমা বেগম জানান, আমরা গরিব মানুষ। আমাদের রিজিকের উপর কেন হামলা করা হলো। আমার সন্তানদের কি খাওয়াবো এখন। এর বিচার চাই।
বকশীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আমিনুল ইসলাম জানান, কৃষক আতোয়ারের সাথে জঘন্য কাজ করা হয়েছে। এটা একটা ফৌজদারী অপরাধ। উপজেলা কৃষি বিভাগ থেকে ধান ক্ষেতটি পরিদর্শন করা হয়েছে। যেকোন সহযোগিতা ও পুনর্বাসনের ক্ষেত্রে তাকে প্রাধান্য দিয়ে কাজ করবে উপজেলা কৃষি বিভাগ।
এঘটনার বিচার চেয়ে শনিবার (১০ মে) বিকালে বকশীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক আতোয়ার হোসেন।
বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, ঘটনাটি অত্যন্ত অমানবিক ও হৃদয় বিদারক হয়েছে। এঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনার সঙ্গে যেই জড়িত থাকুক তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট