কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি- গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের শিমুলিয়া এলাকায় নারীসহ দুই চাঁদাবাজকে শনিবার গাছের সাথে বেধে রাখে এলাকাবাসী। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। ওই বিষয় নিয়ে কালিয়াকৈর থানায় সালিশি বৈঠক হয়। গন্যমান্য ব্যাক্তিদের নিয়ে বৈঠকে থানায় মুচলেকা দিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। বিষয়টি নিয়ে এলাকায় চরম উওেজনা বিরাজ করছে। অভিযুক্তরা হচ্ছে নারী চাদাবাজ মনোয়রা বেগম(৪৫) উপজেলার বাসাকৈর এলাকার বাদলের স্ত্রী ও অপরজন একই এলাকার শামছুল হকের ছেলে মোশারফ হোসেন(৪০)। পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়,বনবিভাগের জাথালিয়া বনবিটের অধীনে বনের জমিতে লোকজন ঘরবাড়ী নির্মান করে বসবাস করে আসছে। ওই এলাকার মনোয়রা বেগম ও মোশারফ হোসেন দীর্ঘ দিন ধরে তাদের কাছ থেকে চাদা আদায় করে আসছে। শনিবার তারা শিমুলিয়া এলাকায় লোকজনের কাছ থেকে চাদা আনতে গেলে ওই এলাকার কয়েকজন মহিলা তাদের গাছের সঙ্গে বেধে রাখে। বিষয়টি সামাজিক যোগাযোগ ফেইসবুকে প্রচার হলে পুলিশ ওই নারীসহ তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। থানায় এলাকার শত শত লোক জড়ো হয়। পরে ফুলবাড়িয়া ইউনিয়ন বিএনপির জালাল উদ্দিন ও এলাকার গন্যমান্য ব্যাক্তিরা সালিশি বৈঠকে মুচলিকা দিয়ে ওই দুইজনকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে যায়। ফুলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জালাল উদ্দিন বলেন, ওই বিষয়টি নিয়ে কেউ কোন অভিযোগ করেনি। তা ছাড়া ওই নারী ও ওই যুবক আর কখনো এমন কাজ করবেনা বলে স্বীকার করলে তাদের মুচলেকা দিয়ে থানা থেকে ছাড়িয়ে আনা হয়। কালিয়াকৈর থানার ওসি(তদন্ত)মোঃ জাফর আলী বলেন,ওই মহিলা ওই এলাকায় বনের জমি ও ঘর বাড়ী নির্মান হলে অর্থনৈতিক সুবিধা দালালী করে থাকে। পরে এলাকাবাসী তাদের গাছের সাথে বেধে রাখে। বিষয়টি ফেইসবুকে প্রচার হওয়ায় ও এলাকাবাসী জানানোর পর পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে এলাকার গন্যমান্য ব্যাক্তিদের মাধ্যমে তাদের মুচলিকায় ছেড়ে দেওয়া হয়েছে।