কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ- গাজীপুরের কাপাসিয়ায় যথাযথ ভাবে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫ পালিত হয়েছে। ১০ মে শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ তামান্না তাসনীম। “মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি”এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কাপাসিয়া উপজেলার ১’শত ৭৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে শিক্ষা সপ্তাহ পালিত হয়। শিক্ষার্থীদের অংশ গ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগীতা, শিক্ষামূলক বক্তব্য, সুন্দর হাতের লেখা, নৃত্যানুষ্ঠান, উপস্থিত বক্তব্যসহ বিভিন্ন বিষয়ে শিক্ষামূলক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রমিতা ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার আরিফুল ইসলাম, সানজিদা আমিন, প্রধান শিক্ষক আহসান উল্লাহ, আমজাদ হোসেন, সোহেলী নাসরিন, মোহাম্মদ নজরুল ইসলাম প্রমূখ।