আজাদ হোসেন আওলাদ মিয়া, নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারীর কিশোরগঞ্জে গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে সর্বস্তরের ছাত্র জনতা বিক্ষোভ মিছিল করেছে। শুক্রবার (৯ মে) বিকাল ৬টায় স্থানীয় স্টেডিয়াম মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ সদর ইউনিয়ন জামায়াতের আমীর শিব্বির আহমেদ, , উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মোজাহিদ, দি রেড জুলাইয়ের আহ্বায়ক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মোতালেব হোসেন, এনসিপির আব্দুল কাইয়ুম, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের একলাছুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শাহজাহান শামিম, সফিয়ার রহমান, লাদেন প্রমুখ। এ সময় বক্তারা গণহত্যাকারী আওয়ামী লীগের সকল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধসহ জুলাই গণহত্যার বিচার দ্রুত করার দাবী জানান।