ত্রিশাল( ময়মনসিংহ) প্রতিনিধি,- ময়মনসিংহের ত্রিশালের নামাপাড়া বটতলা এলাকায় প্রতিষ্ঠিত দুখু মিয়া বিদ্যানিকেতন এর এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন ত্রিশাল উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি একেএম কেরামত হোসেন আকন্দ। যোগ্য প্রার্থী পেয়ে শিক্ষক,অভিভাবক সহ বিদ্যালয়ের শিক্ষার্থীরা খুশি হয়েছে। স্থানীয় অভিভাবকরা বলেছেন দীর্ঘদিন পর এমন একজন শিক্ষা অনুরাগী পেয়ে আমরা সত্যিই আনন্দিত। তার দিকনির্দেশনা ও সঠিক পরামর্শে এই প্রতিষ্ঠানটির শিক্ষার মান আরও এগিয়ে নিয়ে যাবে। এডহক কমিটির নব মনোনীত সভাপতি কেরামত হোসেন আকন্দ বলেন, আমি যেন এই দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি সেই জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক,অভিভাবক এবং এলাকাবাসীর সার্বিক সহযোগিতা দরকার। সকলের সহযোগিতা পেলে ইনশাআল্লাহ বিদ্যালয়ের শিক্ষার মান আরও উন্নত করবো। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা,মাহবুবুর রহমান লিটনের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন।