প্রিন্ট এর তারিখঃ মে ৬, ২০২৫, ৮:২৪ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৬, ২০২৫, ১:৩৭ পি.এম
কাপাসিয়ায় বোরো ধান প্রদর্শনীর “ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন” অনুষ্ঠিত
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি গাজীপুরের কাপাসিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বোরো ধান প্রদর্শনীর ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। ৪ মে রোববার উপজেলার বীর উজলী গ্রামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রোগ্রাম অন এগ্রিকালচার এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় ২০২৪-২০২৫ অর্থবছরে রবি মৌসুমে ভেলিটেশন ট্রায়ালের মাধ্যমে বাস্তবায়িত বোরো ধান প্রদর্শনীর ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। উপজেলার 'বীর উজলী পার্টনার ফিল্ড স্কুল (বোরো ধান)' নামক ২৫ সদস্য বিশিষ্ট কৃষক গ্রুপের সদস্যসহ এলাকার মোট ৫০ জন কৃষক কৃষাণী উপস্থিত ছিলেন। কর্মশালায় বোরো মৌসুমে ব্রি ধান -১০১ জাতের ধান চাষ পদ্ধতি, নতুন জাতের সম্প্রসারণসহ কৃষির বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করা হয়। কর্মশালায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা কৃষি অফিসার সুমন কুমার বসাক, অতিরিক্ত কৃষি অফিসার সৈয়দ শাকিল আহমেদ, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার অলি ভৌমিক, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন প্রমুখ। এছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত