কালিয়াকৈর গাজীপুর প্রতিনিধি- গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় শুক্রবার সকালে উপজেলা হলরুমে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক অবহিতকরন কর্মশালা ও জব ফেয়ারের মাধ্যমে কর্মী নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আয়োজনে ছিলেন বোয়েসেল, প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রানালয়।
গাজীপুর জেলা প্রশাসক নাফিসা আরেফিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো.শওকত আলী ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) বোয়েসেল। এসময় আরো উপস্থিত ছিলেন, বোয়েসেল এর মহা ব্যাবস্থাপক আব্দুল হালীম,কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাওসার আহমেদ, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) দিল আফরোজ, কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদসহ বোয়েসেল এর বিভিন্ন কর্মকর্তাগন ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারি বন্দ।