, স্টাফ রিপোর্টারঃ- সোমবার( ২৮এপ্রিল) বিকেলে,ময়মনসিংহ বিভাগ সমিতি ঢাকা এর ঈদ পরবর্তী সভা,সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুলের সভাপতিত্বে ও মহাসচিব ইন্জিঃ আব্দুর রাজ্জাক এবং অতিরিক্ত মহাসচিব হেলাল উদ্দীনের পরিচালনায় ময়মনসিংহ অডিটোরিয়াম, ৭০/১ এলিফ্যান্ট রোড, ঢাকায় অনুষ্ঠিত হয়।সভায় সর্ব সম্মতিক্রমে নিম্নে বর্ণিত সিদ্ধান্ত গুলো গৃহীত হয় ১.আব্দুল মান্নান কে আহ্বায়ক এবং কবির খানকে সদস্য সচিব করে ১৫( পনর)সদস্য বিশিষ্ঠ সদস্য সংগ্রহ কমিটি গঠন করা হয়।২.হাবিবুর রহমান তালুকদারকে আহ্বায়ক এবং মোহাম্মদ হেলাল উদ্দিনকে সদস্য সচিব করে ১১(এগার)সদস্য বিশিষ্ট স্মরণিকা(সুভ্যিনি,র)কমিটি গঠন করা হয়। ৩.সমিতির নির্বাহী কমিটিতে কো-অপ্ট কৃত নতুন সদস্যগণ হলেন। (ক) আব্দুল খালেক (খ) কবির খান (গ )গাজিউর রহমান (ঘ) আবুল কাশেম (ঙলুৎফর রহমান খান হিটু (চ )শাহ আলম মানিক (ছ) শাহরিয়ার তপন, (জ) নেসার উদ্দিন, (ঝ) মাসুক আহমেদ, (ঞ) সাইফুল আলম, (ট) নুরুন্নাহার, (ঠ) দীপক, (ড) তারা মিয়া, (ঢ) আলী,(ণ) মনির, ও (ত) শাহিন লতিফ প্রমূখ।
আলোচ্য ঈদ পরবর্তী সভায় নেতৃবৃন্দের মাঝে বক্তব্য রাখেন সম্মানিত সদস্য সাবেক সচিব জনাব হুমায়ন খালিদ, ডাকসুর সাবেক সদস্য বাবু নির্মল দাস,ময়মনসিংহ জেলা সমিতির সভাপতি শিল্পপতি এডিএম সালাউদ্দিন হুমায়ুন, অধ্যাপক আকবর সিরাজি, শিল্পপতি মামুনুর রশিদ,মোহাম্মদআতিকুজ্জামান খান, এড. খলিলুর রহমান. এস এম আকাশ, লতিফুল ইসলাম নিপুল,রিনা পণ্ডিত,এডভোকেট সায়্যিদুল্যকরিম নসরত,এড. জিতেন্দ্র চন্দ্র বর্মন,এড. রুহুল আমিন,শফিকুর রহমান আকন্দ , শাহ আলম মানিক , আব্দুল খালেক, আবুল কাশেম, হিটু,তারা,মাহরুজ তায়াল দাইয়ান,আদনান শাহরিয়ার নাজিন,রেনাসা ওসমান,অধ্যক্ষ শফিক খন্দকার, মোহাম্মদ আলী, ও নুরুন্নাহার, খায়রুলপ্রমুখ।
সভা শেষে সমিতির অসুস্থ নেতৃবৃন্দের মাঝে বীর মুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস খান,ইঞ্জিনিয়ার আব্দুর রাজ্জাক, সাইফুদ্দিন করিম মুন্না সহ অসুস্থ সকলের জন্য বিশেষ মোনাজাত করা হয় মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ শফি খন্ধকার।