ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি ঐতিহাসিক মহান মে দিবস উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে মটর মালিক সমিতি ও পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ঐতিহাসিক মহান মে দিবস পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে ত্রিশাল শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের সামনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ত্রিশাল উপজেলা মটর মালিক সমিতির সভাপতি আ,ন,ম ফারুকের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ত্রিশাল উপজেলা শাখার সভাপতি মাওলানা ইব্রাহীম খলিলুল্লাহ, ত্রিশাল মটর মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ শিহাব,শ্রমিক ইউনিয়ন ত্রিশাল শাখার আহবায়ক ইকবাল হোসেন প্রমূখ। আলোচনা সভা শেষে একটি র্যালি ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ও পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ।